সাতক্ষীরায় রাসায়নিক মিশ্রিত ৮৫০০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

নিউজ ডেস্ক: সাতক্ষীরায় বাইপাস সড়ক থেকে রাসায়নিক মিশ্রিত ৮৫০০ কেজি গোবিন্দভোগ আম বাজারজাত করার চেষ্টাকালে জব্দ করে বিনষ্ট করেছে প্রশাসন।
শনিবার (৩ মে) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ট্রাক ভর্তি আম আটক করে।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ জানান, সাতক্ষীরায় গোবিন্দভোগ আম বাজারজাতকরণের জন্য ৫ মে সময় নির্ধারণ করা হয়েছে। তার আগেই কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ব আম বাজারজাতের চেষ্টা করছিলেন। আজ সকালে একটি ট্রাকে থাকা ৪১৭ ক্যারেট আম জব্দ করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, আমগুলো অপরিপক্ব এবং রাসায়নিক মিশ্রত।
আরও পড়ুনসাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, আমের মালিককে পাওয়া যায়নি। জব্দকৃত আম ট্রাকের চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়। পরে ক্যারেটগুলো নিলামে ৬৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। সেই টাকা সরকারি কোষাগারে জমা রাখা হয়েছে।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসাইন ও সাতক্ষীরা বড়বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন