ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

রাজশাহী পলিটেকনিকে ৯ দিন ধরে তালা, শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী পলিটেকনিকে ৯ দিন ধরে তালা, শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি : ছয় দফা দাবি আদায়ে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ৯ দিন আগে শিক্ষার্থীদের দেওয়া তালা এখনও খোলেনি। এ অবস্থায় দাবি আদায়ে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

এ সময় তারা দাবি আদায়ে নানা স্লোগান দেন। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদিক্ষণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। দুপুরে তাদের কর্মসূচি শেষ হয়।

জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি সংশোধনের দাবিতে তাদের আন্দোলন চলছে।

আরও পড়ুন

শিক্ষার্থীরা বলছেন, কেন্দ্রীয় ঘোষণা অনুসারে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিক্ষোভ মিছিল করছেন তারা। তাদের ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর ফলে প্রতিষ্ঠানটিতে স্থবিরতা দেখা দিয়েছে। একই অবস্থা রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ও রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা নির্বাচন চাই সংস্কার ও জুলাই ঘোষণাপত্রসহ-রাজশাহীতে হাসনাত আবদুল্লাহ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই: সালাহউদ্দিন

হারুন-বিল্পবের বিরুদ্ধে মামলা করেছি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন