ভিডিও মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

বগুড়ায় জাতীয় আইগত সহায়তা দিবস পালন

সরকার হতদরিদ্রের মামলার ব্যয়ভার বহন করছে - জেলা জজ, শাহজাহান কবির

সরকার হতদরিদ্রের মামলার ব্যয়ভার বহন করছে - জেলা জজ, শাহজাহান কবির। ছবি : দৈনিক করতোয়া

কোর্ট রিপোর্টর : ‘দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত জাতীয় আইনগত সহায়তা দিবস অনুষ্ঠানে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাজাহান কবির বলেছেন, সংবিধানে রাষ্ট্রের সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমান অধিকার দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের বিচার পাওয়ার অধিকারের কথা উল্লেখ থাকলেও অনেক ক্ষেত্রে অসচ্ছল, অসহায়, নির্যাতিতা, সমাজের পিছিয়ে থাকা লোকজন বিচারের আশায় আদালতের দ্বারস্থ হতে পারতেন না।

ফলে তারা আইনের আশ্রয় নিতে ব্যর্থ হয়ে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হতেন। লিগ্যাল এইড সমাজের সেসব পিছিয়ে থাকা মানুষের বিচার পাওয়ার অধিকার সুনিশ্চিত করেছে। ফলে সকলে সরকারের এই মানবিক কার্যক্রমের সুফল ভোগ করছেন। যারা আর্থিকভাবে অস্বচ্ছল, সহায়-সম্বলহীন ও হতদরিদ্র সরকারি খরচে আইনী সেবা দেওয়ার জন্য সরকার আইন প্রণয়ন করে এসব মামলার ব্যয়ভার বহন করে যাচ্ছে। এজন্য প্রতিটি জেলায় সিনিয়র সহকারী জজ পদ মর্যদার একজন বিচারককে লিগ্যাল এইড অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পারিবারিক বা দাম্পত্য বিরোধ, দেওয়ানি বিরোধ বা আপষযোগ্য ফৌজদারি মামলাসমূহ জেলা লিগ্যাল এইড অফিসারের মাধ্যমে সরাসরি মধ্যস্থার মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে। লিগ্যাল এইডের সুফল আরও জনমুখী করার জন্য তিনি সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে গতকাল সোমবার জাতীয় আইনগত সহায়তা দিবস কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাজাহান কবির সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার এমএম মাহবুব ইসলাম।

আরও পড়ুন

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদ, স্পেশাল জজ মো. শহিদুল্লহ্, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এর বিচারক মো. আনোয়ারুল হক, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম তাসকিনুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান, বার’র সভাপতি এড. আতাউর রহমান খান মুক্তা, জিপি এড. শফিকুল ইসলাম টুকু, পিপি এড. আব্দুল বাছেদ, বার’র সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম, প্যানেল আইনজীবী এড. এরফানুর রহমান, লাইট হাউজের প্রধান নির্বাহী হারুন অর রশিদ, টিএমএসএস’র উপ-পরিচালক নজিবুর রহমান জিয়া, লিগ্যাল এইডের সুবিধাভোগী আল মাহমুদ নাইম প্রমুখ। সভায় লিগ্যাল এইডের শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে এড. আজিজুল হক ফিরোজ ও এড. বেবী খতুনকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া আফসানা রিমা ও সহকারী জজ রাকিবুল হাসান।

এর আগে সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান দিবসটির উদ্বোধন করেন। দিবসের উদ্বোধন শেষে বিচারকবৃন্দ, আইনজীবীগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনাজিও প্রতিনিধিগণসহ বিচার বিভাগের কর্মচারীগণ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিভাইসে ট্রান্সফরমার ও খাঁচাবন্দি মিটার, তবুও থামছে না চুরি

কুড়িগ্রামের উলিপুরে বখাটের দায়ের কোপে হাসপাতালে কাতরাচ্ছে স্কুল শিক্ষার্থী

বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎ শক দিয়ে মাছ ধরার যন্ত্রপাতিসহ চায়না দুয়ারি জাল জব্দ

বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কবলে স্পেন-ফ্রান্স-পর্তুগাল

গাইবান্ধার সাঘাটায় খামারে অগ্নিকান্ডে ৫টি গরু পুড়ে মারা গেছে 

আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়ার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ