গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যৌথবাহিনীর অভিযান

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা-বগুড়ার সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনে তল্লাশি অভিযান চালিয়েছে যৌথবাহিনী। গতকাল রোববার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার দক্ষিণ সীমান্তবর্তী চাপড়িগঞ্জ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ যৌথবাহিনীর একটি দল চেকপোস্ট বসিয়ে যানবাহন থামিয়ে সেগুলোতে তল্লাশি চালায়। এসময় বিভিন্ন অনিয়মের কারণে কয়েকটি যানবাহন আটকসহ অর্থ জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার (ডাব্লিউ) রাকিবুল আলম, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক রানা, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জামান, সার্জেন্ট সাজ্জাদসহ যৌথবাহিনীর সদস্যরা।
অভিযান চলাকালে ৭টি যানবাহনকে মামলার মাধ্যমে মোট ২৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ২টি মোটরসাইকেল ও মাইক্রোবাস আটক করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
আরও পড়ুনগাইবান্ধা সেনা ক্যাম্পের পক্ষ থকে জানানো হয়, আগামী দিনগুলোতে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনারোধে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ যৌথবাহিনী এমন কার্যক্রম চালু রাখবে। শুধু তাই নয়, অপরাধ দমনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মাঠে থাকবেন তারা।
মন্তব্য করুন