টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাঙ্কিংয়ে মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম
- 27 April 2025- GAU Ranked Top in THE Asia ranking_original_1745850168.jpg)
গাজীপুর প্রতিনিধি : যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র্যাঙ্কিং ২০২৫ এ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আব্বাস উদ্দিন এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার টাইমস হায়ার এডুকেশন তাদের ওয়েবসাইটে এই র্যাঙ্কিং প্রকাশ করেছে। তালিকায় এশিয়ায় ৩৫টি অঞ্চলের ৮৫৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। প্রকাশিত এ র্যাঙ্কিং এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শীর্ষ স্থান অর্জন করেছে এবং এশিয়া অঞ্চলে সেরা তালিকায় ৩৫১-৪০০ এর মধ্যে স্থান নিশ্চিত করে জাতীয়ভাবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান রয়েছে তৃতীয় স্থানে। ৩৫১-৪০০ এর সেরা তিন বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাকৃবির পরেই রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এর অবস্থান।
এর আগে গত জানুয়ারি মাসে টাইমস হায়ার ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং-২০২৫’ এ দেশ সেরা হয়েছিল গাজীপুর কৃষি বিশ্নবিদ্যালয়। এর মধ্যে লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়া বিগত কয়েক বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গৌরবময় অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুনগাকৃবির এ অসামান্য অর্জনে সšত্তষ্টি প্রকাশ করে গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং ২০২৫-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করায় আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা, শিক্ষা ও সম্প্রসারণ কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দের বিষয়। এই অসাধারণ অর্জন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, গবেষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং একাগ্রতার ফল। আমি তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই স্বীকৃতি আমাদের আগামী দিনে আরও দায়িত্বশীল, উদ্ভাবনী এবং বৈশ্বিক মানসম্পন্ন কৃষিশিক্ষা ও গবেষণায় অগ্রসর হতে অনুপ্রেরণা জোগাবে।
উপাচার্য আরো বলেন, আমরা বিশ্বাস করি, এই সাফল্য বাংলাদেশের উচ্চশিক্ষা ও কৃষিক্ষেত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে। আমরা দেশের কৃষি উন্নয়নে বিজ্ঞানভিত্তিক অবদান রেখে একটি টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে অঙ্গীকারবদ্ধ।
মন্তব্য করুন