সাড়া ফেলেছেন ‘তুই আমার হয়ে যা’তে, আসছে ‘লং ড্রাইভ’
_original_1745676949.jpg)
অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। কিছুদিন আগেই তিনি তার নতুন জীবনে পা রেখেছেন। অর্থাৎ কিছুদিন আগেই তিনি বিয়ে করেছেন। বিয়ের পর যথারীতি আবারো তিনি তার পেশাগত কাজে ব্যস্ত হয়ে উঠেছেন। গেলো ঈদেও তার অভিনীত বেশ কয়েকটি নাটকও প্রচার হলো।
তবে ঈদের পর এখন পর্যন্ত একটি নাটকের কাজই করেছেন। নাটকের নাম ‘লং ড্রাইভ’। নাটকটি রচনা করেছেন সায়েম খান। পরিচালনা করেছেন সাদনান রনি। নাটকটির গল্পে প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী উর্বী।
উর্বী বলেন,‘ লং ড্রাইভ নাটকটির গল্পটা খুব সুন্দর। আমি আর মীর রাব্বি স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। তো আমরা লং ড্রাইভে যাবার পর নানান সমস্যার মুখোমুখি হই। এই নিয়েই এগিয়ে যায় নাটকের গল্প। নাটকটির রচয়িতা সায়েম খানকে ধন্যবাদ চমৎকার একটি গল্প রচনার জন্য। পরিচালককেও অনেক অনেক ধন্যবাদ। কারণ তিনি অনেক কষ্ট করে ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছেন। আমি কাজটি করে সত্যিই ভীষণ তৃপ্ত। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে।’
মীর রাব্বি এরইমধ্যে একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছেন। তার অভিনীত বেশ কিছু নাটক দর্শকের মনে গেঁথে আছে। ‘লং ড্রাইভ’ নাটকেও তিনি প্রিয়ন্তী উর্বী’র বিপরীতে দুর্দান্ত অভিনয় করেছেন। তাই আশা করা যাচ্ছে উর্বী ও মীর রাব্বি অভিনীত এই নাটকটি প্রচারে এলে বেশ সাড়া ফেলবে।
আরও পড়ুনএদিকে প্রিয়ন্তী উর্বী টিটোর নির্দেশনায় প্রাণ-আরএফএল’র একটি নতুন প্রোডাক্টের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন যা শিগগিরই প্রচারে আসবে। গেলো ৫ এপ্রিল ইউটিউবে প্রকাশিত হয়েছে প্রিয়ন্তী উর্বী অভিনীত ‘নায়কের বন্ধু’ নাটকটি। এটি নির্মাণ করেছেন মনসুর আলম নির্ঝর। এতে নায়কের বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন প্রান্তর।
তবে গত ৪ এপ্রিল ইউটিউবে প্রিয়ন্তী উর্বী অভিনীত (বিপরীতে আরশ খান) রাইসুল তমাল পরিচালিত ‘তুই আমার হয়ে যা’ নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এই নাটকের প্রিয়ন্তী উর্বী’র অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক। কারণ নাটকে উর্বী একটি চ্যালেঞ্জিং চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন।
মন্তব্য করুন