দিনাজপুরের নবাবগঞ্জে দোকানে পেট্রোল পাম্প

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দোকানে দোকানে মিনি পেট্রোল পাম্প গড়ে তোলা হচ্ছে। যেগুলোতে যেকোন সময় বড় ধরনের দুুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
নবাবগঞ্জ-ভাদুুরিয়া সড়কে দাউদপুর বাজারে একই সড়কে আমবাড়ী মোড়ের কাছে নবাবগঞ্জ-দলারদরগা সড়কে কশিগাড়ীতে এসব মিনি পেট্রোল পাম্প দেখা গেছে।
আরও পড়ুনসড়কের ধারে ছোট দোকানের মধ্যে একটি পানির ট্যাঙ্কি বসিয়ে সেই ট্যাঙ্কিতে পেট্রোল ভর্তি করে পাইপের মাধ্যমে একটি মিটার লাগিয়ে তারা ওই ব্যবসা করে আসছে। এসবের নেই কোন লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র।
মন্তব্য করুন