ভিডিও শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বগুড়ায় ছিনতাইকারী গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার: টাকা ও চাপাতি উদ্ধার

বগুড়ায় ছিনতাইকারী গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার: টাকা ও চাপাতি উদ্ধার

স্টাফ রিপোটার : বগুড়ায় ৯ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ডিবি বগুড়ার একটি টিম গতকাল বৃহস্পতিবার তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে  ছিনতাইকৃত টাকার মধ্যে ১৪ হাজার টাকা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, লতিফপুর মধ্যপাড়ার আব্দুল আজিজ শেখের ছেলে আরিফ শেখ (৩২), চকফরিদ কলোনী আব্দুল খালেক বাদলের ছেলে ছেলে তারিকুল ইসলাম তারেক (৩০) ও শাজাহানপুরের গন্ডগ্রামের খোরশেদ আলম বুদুর  ছেলে  মো: জাহিদ (৩০)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র ইনচার্জ (ওসি) মো: ইকবাল বাহার জানান, গত বছরের ২১ ডিসেম্বর বেলা পোনে ১১ টার দিকে শহরের চকফরিদ কলোনী এলাকায় ফাতেমা কর্টেজ নামক বাসার সামনে হতে যমুনা গ্যাস সিলিন্ডারের ডিলার আম্বিয়া খাতুনের ম্যানেজার মোঃ তারেককে ছিনতাইকারীরা উপর্যুপরি ছুরিকাঘাত করে তার ব্যাগে থাকা ৯ লাখ ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে এ ঘটনায় অজ্ঞাতা আসামিদের বিরুদ্ধে  বগুড়া সদর থানার মামলা দায়ের করা হয়। ছিনতাইয়ের ঘটনায় শহরে চাঞ্চল্য সৃষ্টি হলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ছায়া তদন্ত শুরু করে। পরে তদন্তের ভিত্তিেেত গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে শহরের চকফরিদ কলোনী বটতলা এলাকা থেকে ছিনতাইয়ের মূলহোতা আরিফ শেখ (৩২)কে গ্রেফতার করা হয়। এ সময়  তার পরিহিত প্যান্টের কোমরের পিছনে বিশেষভাবে রাখা ১৫ ইঞ্চি লম্বা একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এরপর তার দেওয়া তথ্যের  ভিত্তিতে ওইদিন দিবাগত রাতে ছিনতাইয়ে জড়িত অপর দুইজন আসামি তারিকুল ইসলাম তারেক (৩১) মো. জাহিদকে সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে তারেকের কাছ থেকে ছিনতাইকৃত টাকার মধ্যে ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিবির ওসি আরও জানান, ধৃত তিন আসামিদের বিরুদ্ধে হত্যা ছিনতাই মারামারিসহ একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। গ্রেফতারের পর আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের তিনদিনের রিমান্ড মুঞ্জুর করেন। এদিকে, ছিনতাই ঘটনার মূলহোতা আসামি আরিফ শেখ এর বিরুদ্ধে অস্ত্র আইনে আলাদা মামলাও দায়ের করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টাও চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় সারি সারি তালগাছ রোপণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন অধ্যক্ষ আরিফ

বগুড়ার নন্দীগ্রামে ব্যাটারি চালিত মিনিবাস যাত্রীসেবায় নতুন দিগন্ত

বগুড়ার সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বগুড়ার আদমদীঘিতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় নিবির মিয়া নামের এক যুবক ছুরিকাহত

নেত্রকোনা থেকে বগুড়ার আ’লীগ নেতা গ্রেফতার