ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহীর সেই চার বখাটের ২ জন গ্রেফতার

রাজশাহীর সেই চার বখাটের ২ জন গ্রেফতার, ছবি সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর সার্কিট হাউস সংলগ্ন সড়কে নারীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় সমালোচনা। তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে মাঠে নামে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। ঘটনার পরদিন গত বুধবার সকালে আরএমপির ফেসবুক পেজে চারজন অভিযুক্তের ছবি প্রকাশ করে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়। এরপর আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে পুলিশ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতার দুইজন হলেন- নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মোখলেছুর রহমান মুকুলের ছেলে জুবায়ের হোসেন রাকিব (১৯) ও কাশিয়াডাঙ্গা থানার মহিষবাথান উত্তরপাড়ার রমজানের ছেলে সবুজ (২০)।

এর আগে, গত বুধবার বিকেলের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নগরীর সিঅ্যান্ডডি মোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক নারীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করছে। তাদের এ আচরণে বিব্রত হন পথচারী নারীরা। বিষয়টি জানাজানি হতেই পুলিশ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং রাতেই অভিযান শুরু করে।

আরও পড়ুন

আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, নারীদের হয়রানির ঘটনায় শুধু গ্রেফতারই নয়, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতেই পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের ছবি প্রকাশ করা হয়েছে। এরপর দু’জন গ্রেফতারও হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য বখাটেদের ধরতে অভিযান চলছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ অনুশীলন মহড়া সমাপ্ত

আপনার অনুপস্থিতি এখনও অবিশ্বাস্য— সালমান শাহের স্মরণে শাকিব খান

কাশিমপুর থেকে পালানো ফাঁসির আসামি গ্রেফতার

নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে : শামসুজ্জামান দুদু

মতিঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার