ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

বগুড়ায় বন্ধুর সাথে বেড়াতে এসে স্কুল ছাত্রী ধর্ষিত, ধর্ষক পালিয়েছে

বগুড়ায় বন্ধুর সাথে বেড়াতে এসে স্কুল ছাত্রী ধর্ষিত, ধর্ষক পালিয়েছে। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় বন্ধুর সাথে বেড়াতে এসে ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষিত হয়েছে। ধর্ষণের পর এমরান নামে ওই বন্ধু পালিয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, কিছুদিন আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে এমরান আলী নামে ওই তরুণের সঙ্গে মেয়েটির বন্ধুত্ব গড়ে ওঠে। গতকাল মঙ্গলবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে সে ছেলেটির সাথে শহরের একটি ইকো পার্কে ঘুরতে যায়। এরপর সেখান থেকে এমরান তাকে নানা প্রলোভনের ফাঁদে ফেলে শহরের একটি বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টার মধ্যে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

কিন্তু বিকেলে বাড়ি ফেরার পথে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত এমরান পালিয়ে যায়। স্থানীয় লোকজন স্কুল ছাত্রীকে উদ্ধার করে স্বজনদের খবর দেয়। এরপর স্বজনরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মেয়েটি শংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আরও পড়ুন

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, এ ব্যাপারে থানায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মেয়েটির বাবা বাদি হয়ে এই মামলা করেছেন। মামলায় এমরান আলী নামে একজনকে আসামি করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। ভুক্তভোগী কিশোরী শিবগঞ্জ উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত কিশোর বগুড়া সদরের নামুজা ভান্ডারীপাড়ার গ্রামের বাসিন্দা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি এ দেশের খেটে খাওয়া মাটি ও মানুষের দল - আহসানুল তৈয়ব জাকির

চাঁপাইনবাবগঞ্জে চীনা রাষ্ট্রদূত বাগান পরিদর্শন করে আম আমদানিতে আগ্রহ প্রকাশ করলেন

রাজশাহী এলজিইডিতে একজনের কাজ করে অন্যজন, ব্যবস্থা নেবে দুদক

জাবি আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় স: আ: হক কলেজের সাফল্য

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে করতোয়া নদী থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

বগুড়ায় মুক্তিপণের দাবিতে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার : নারী গ্রেফতার