ভিডিও শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি রংপুর সিটি করপোরেশন

কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি রংপুর সিটি করপোরেশন

রংপুর প্রতিনিধি : অর্থবছরের দুই মাস বাকি থাকলেও অনেক শাখাতেই কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি রংপুর সিটি করপোরেশন। এখন পর্যন্ত হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স শাখায় কর আদায় হয়েছে ৬০ শতাংশের কম। কর আদায়ে রংপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষ উদ্যোগী না হলে প্রভাব পড়বে নাগরিক সেবায়। নগর ভবনের কর্মকর্তারা জানিয়েছেন, রাজস্ব আদায়ে নিয়মিত মনিটরিং বাড়ানো হয়েছে। আশা করছি এই দুই মাসে লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।

রংপুর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০১২ সালে যাত্রা শুরুর পর থেকেই ঢিমেতালে চলছে রংপুর সিটি করপোরেশন। প্রতিবছরের বাজেটে তেমন বরাদ্দ না মেলায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন থেকে শুরু করে নগর উন্নয়নের জন্য নির্ভর করতে হয় রাজস্ব আয়ের ওপরে। তবে চলতি অর্থবছরের দু’মাস বাকি থাকলেও এখন পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে অনেকটা পিছিয়ে রয়েছে সিটি কর্তৃপক্ষ।

সিটি করপোরেশনের তথ্য মতে, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, হাটবাজার ও জলমহাল থেকে রাজস্ব আদায় করা হয়। যার মধ্যে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স শাখা থেকে আসে সিংহভাগ রাজস্ব। তবে চলতি অর্থবছরে হোল্ডিং ট্যাক্সের লক্ষ্যমাত্রা ১৮ কোটি টাকা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত আদায় হয়েছে ১০ কোটি ৪৬ লাখ। আর লাইসেন্স শাখার লক্ষ্যমাত্রা ৫ কোটি টাকা ধরা হলেও আদায় হয়েছে ২ কোটি ৮০ লাখ টাকা। অর্থ বছরের শেষে লক্ষ্যমাত্রার অনেক বড় অংশ পূরণ না হওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

রংপুর সিটি করপোরেশনের কর আদায় শাখার প্রধান মাসুদ কবির বকসী জানায়, পরিবর্তিত পরিস্থিতিতে নগরবাসীর হোল্ডিং ট্যাক্স দেয়ার প্রবণতা অনেকটা কমে গেছে। গত বছরের জুলাই থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত খুব একটা হোল্ডিং ট্যাক্স জমা পরেনি যার বড় ধরনের প্রভাব পড়েছে অর্থ বছরের শেষে। তবে হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্যে সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

ট্রেড লাইসেন্স শাখার প্রধান জাকির হোসেন জানান, এবছর ট্রেড লাইসেন্স শাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ কোটি টাকা। এখন পর্যন্ত ২ কোটি ৮০ লাখ টাকা আমরা লক্ষ্য অর্জন করতে পেরেছি। শেষ সময় পর্যন্ত শতভাগ পূরণ না হলেও আমরা কাছাকাছি অর্জনের চেষ্টা করছি।

রংপুর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, রাজস্ব আদায়ে সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে সিটি করপোরেশন। এরইমধ্যে বাড়ি বাড়ি গিয়ে হোল্ডিং ট্যাক্স আদায়ে ৭ টি টিম গঠন করা হয়েছে। যারা লক্ষ্যমাত্রা অর্জনে নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লুট হওয়া মালামাল উদ্ধার, চালকসহ আটক ৩

পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাতের সেই দুই তরুণী আটক

পরীক্ষা দিতে যাওয়ার সময় দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন

স্ত্রীকে হত্যার পর শ্বশুড়কে লাশ নিয়ে যেতে ফোন দিয়ে পালাল স্বামী

সাতক্ষীরায় টিপুর জামিন