বিএনপির কর্মশালায় তারেক রহমান
‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন যথেষ্ট নয়’

মফস্বল ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, বর্তমানে এনাফ (যথেষ্ট) নয়। তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে আমরা প্রাইমারি স্কুলে আরও বেশি গুরুত্ব দিতে চাই।”আজ মঙ্গলবার (২২ এপ্রিল) রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
স্কুল-কলেজে গ্রীষ্মের ছুটি চলাকালে ‘কর্মমুখী শিক্ষার কোর্স’ চালু করা হবে বলেও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তিনি বলেন, ‘স্কুল-কলেজে সামার ভ্যাকেশনটা (ছুটি) ভাগ করে নিতে পারি। যে কয় দিন ছুটি থাকে সেই সময়টা আমরা কাজে লাগাতে পারি। বাচ্চারাও রাগ করতে পারে, তারা মনে করতে পারে তাদের ছুটি কমে গেল।’
তিনি বলেন, ‘আমরা ছুটির সময়টা প্রশিক্ষণের জন্য ভাগ করে নেব। এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা আছে, বিষয় অনেক ডিটেইলস।’লেখাপড়ার পাশাপাশি দেশপ্রেম ও নেতৃত্বে উদ্বুদ্ধ করার জন্য স্কাউট, বিএনসিসি, ‘নলেজ বেইজড’ শিক্ষা, খেলাধুলা ন্যূনতম আকারে বাধ্যতামূলক করার ব্যাপারেও আগ্রহের কথা জানিয়েছেন তারেক রহমান।
প্রশিক্ষণার্থীদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, “আপনারা যাদের (শিক্ষার্থী) নিয়ে কথা বলছেন, তারা জাতির ভবিষ্যৎ। তারা যদি ডিসিপ্লিনড হয়, তাহলে দেশ এগিয়ে যাবে। স্কুলে স্কাউট, বিএনসিসি ছিল। এর মাধ্যমে বাচ্চারা ডিসিপ্লিনড থাকত।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমার ইচ্ছা আছে, আমরা যদি আগামী দিনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারি, তাহলে এই বিষয়গুলো পুরোদমে চালু করব।”
আরও পড়ুনলালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী রাশেদা বেগম হীরা ও নেওয়াজ হালিমা আরলি।
কর্মশালায় জেলার পাঁচ উপজেলার সাতটি ইউনিটের বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নির্দিষ্ট সংখ্যক নেতাকর্মী ছাড়াও শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার পাঁচ শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।
রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দিতেই এ কর্মশালা বলে জানিয়েছেন আয়োজকরা।
মন্তব্য করুন