ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

বগুড়ার শেরপুরে গাছ পড়ে ভেঙে গেছে ঘর, অল্পের জন্য প্রাণে বাঁচলো দুই শিশু

বগুড়ার শেরপুরে গাছ পড়ে ভেঙে গেছে ঘর, অল্পের জন্য প্রাণে বাঁচলো দুই শিশু।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :  শেরপুরে একটি কড়ই গাছ পড়ে সেমিপাকা ঘর ভেঙে দেয়ালে ফাঁটল ধরেছে। এ সময় ওই ঘরের ভেতরে থাকা দুই শিশু অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের বিরাকৈর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিরাকৈর গ্রামের মৃত আবুল খন্দকারের ছেলে ফজলু মাস্টার তার কড়ই গাছ কাটার সময় প্রতিবেশী রেজাউল করিমের সেমিপাকা ঘরের উপর পড়ে ঘরটি ভেঙে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা দুই শিশু অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। রেজাউল করিমের স্ত্রী এভাবে গাছ কাটতে নিষেধ করলেও ফজলু মাস্টার উল্টো গালিগালাজ ও হুমকি প্রদান করেন। এতে আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ফজলু মাস্টার বলেন, আমি গাছটি জেলহক নামে এক গাছ ক্রেতার কাছে বিক্রি করে দিয়েছি। গালিগালাজের অভিযোগটি মিথ্যা। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মৌখিক অভিযোগ পেয়েছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপর বাংলায় মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা

চট্টগ্রামে দখল-চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

গোয়েন্দা সংস্থা এলাকা ভিত্তিক তালিকা করে অপরাধীদের চিহ্নিত করছে: আইজিপি

বিএনপির পতনের জন্য মাঠে নামিনি: বিন ইয়ামিন মোল্লা

পটুয়াখালীর আ’লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বোস গ্রেফতার

সিরিয়ার কৃষিজমি পুড়িয়ে দিলো ইসরায়েলি বাহিনী