ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

শেকৃবি ও কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা খামারবাড়িতে মুখোমুখি

শেকৃবি ও কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা খামারবাড়িতে মুখোমুখি, ছবি: সংগৃহীত।

উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবিতে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের সামনে সমাবেশ ও অবস্থান কর্মসূচি ‘এগ্রি ব্লকেড’ পালন করছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। অন্যদিকে, রোববার (২০ এপ্রিল) ঘোষিত পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে একই স্থানে বিক্ষোভ করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

২০ এপ্রিল ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’ বাংলাদেশের কৃষি এবং কৃষিবিদদের অধিকার রক্ষায় পাঁচ দফা দাবি ঘোষণা করে। মানববন্ধন শেষে এক সংবাদ সম্মেলনে তারা সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবি করা আট দফার মধ্যে যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়, একই সঙ্গে ‘অযৌক্তিক’ দাবিগুলোর প্রতিবাদ জানানো হয়।

আরও পড়ুন

সোমবার (২১ এপ্রিল) সকাল থেকে ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন’-এর ব্যানারে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের সব গেট বন্ধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। অফিসে এসে সবাই বাইরে অপেক্ষা করছেন। গেট বন্ধ করে বিক্ষোভ চালানোয় সড়কে সৃষ্টি হয়েছে যানজট।রোববার সকালে রাজধানীর জাতীয় শহীদ মিনারের সামনে একই ব্যানারে কর্মসূচি পালন করেন ডিপ্লোমা শিক্ষার্থীরা। এতে সারাদেশ থেকে কয়েকশ’ কৃষি ডিপ্লোমা শিক্ষার্থী অংশ নেন। সেখান থেকেই ঘোষণা আসে আজকের ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচির।

একই স্থানে, একই সময়ে—তবে ভিন্ন দাবিতে মুখোমুখি অবস্থান নিয়েছে দেশের দুই পর্যায়ের কৃষি শিক্ষার্থীরা। পরস্পর বিরোধী অবস্থান ও বক্তব্যের জেরে খামারবাড়িতে উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনৈতিক সম্পর্কের অভিযোগে নারী-পুরুষকে সারারাত গাছে বেঁধে রাখলেন এলাকাবাসী

ডেঙ্গু : আরও একজনের মৃত্যু , নতুন আক্রান্ত ৩৯১

দুর্গাপূজায় টলিউডে অভিষেক হচ্ছে নওশাবার

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যানের

সরকার কোনোভাবেই ‘মব জাস্টিস’ বরদাশত করে না: সৈয়দা রিজওয়ানা হাসান

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যা: গ্রেফতার টিটন ৫ দিনের রিমান্ডে