ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

ছাত্রনেতা পারভেজ হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে ছাত্রদলের মিছিল

ছাত্রনেতা পারভেজ হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে ছাত্রদলের মিছিল। ছবি : দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদল মিছিল ও প্রতিবাদ সভা করেছে। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী, ছাত্রদল নেতা নবীর শেখ, শাহীন শেহজাদ, সিজান আহম্মেদ, মেহেদী হাসান ও আল-আমিন প্রমুখ। এসময় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

প্রতিবাদ সভায় ছাত্রদল নেতারা বলেন, পারভেজ ছিল ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ও মেধাবী শিক্ষার্থী। আমরা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। উল্লেখ্য, গত শনিবার বিকেল রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে খুন হন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। তার বাড়ি ময়মনসিংহে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা আমার কোচিং ক্যারিয়ারের সেরা সময় : পিএসজি কোচ এনরিকে

যেখানেই অন্যায় প্লিজ আপনারা কথা বলুন প্লিজ :খায়রুল বাসার

১২ দিনে ৫শ’ ইসরায়েলি নিহত

ওপর বাংলায় মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা

চট্টগ্রামে দখল-চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

গোয়েন্দা সংস্থা এলাকা ভিত্তিক তালিকা করে অপরাধীদের চিহ্নিত করছে: আইজিপি