ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

বগুড়ার শেরপুরে ভুল ওষুধ প্রয়োগে ৪০ শতাংশ জমির ধান নষ্ট

বগুড়ার শেরপুরে ভুল ওষুধ প্রয়োগে ৪০ শতাংশ জমির ধান নষ্ট। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের খামারকান্দিতে ভুল ওষুধ দেয়ার কারণে এক কৃষকের ৪০ শতাংশ জমির ধান নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্থ কৃষকের নাম পুটু মিয়া তিনি খামারকান্দি বেলতলা গ্রামের হাবিুবর রহমানের ছেলে।

ওই কৃষক ও তার পরিবারের দাবি, খামারকান্দি বাজারের সিজান ট্রেডার্সের মালিক শফিক এবং তার ছেলে সিজান হোসেনের ভুলের কারণে তিনি এই ক্ষতির সম্মুখীন হয়েছেন। গত ২৫ মার্চ তিনি খামারকান্দি বাজারের সিজান ট্রেডার্স থেকে ঘাস নিধনের ওষুধ চাইলে দোকানদার শফিকের ছেলে সিজান তাকে ভুল করে অন্য ধরনের ওষুধ সরবরাহ করেন।

যা ধানক্ষেতে দেয়ার পর দুই থেকে তিন দিনের মধ্যে ধানগুলো মারা যেতে শুরু করলে কৃষক পুটু মিয়া দোকানের মালিক শফিকের কাছে অভিযোগ জানালে, তিনি আবারো নতুন ওষুধ দিতে বলেন। ঈদের ২ দিন পর নতুন ওষুধ দেয়ার পরও ধানক্ষেতের অবস্থার কোন পরিবর্তন হয়নি বরং পুরো জমির ধান নষ্ট হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্থ কৃষক প্রতিকারের আশায় বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও কোন ফল পাননি।

আরও পড়ুন

কৃষক পুটু মিয়া বলেন, এই জমির ধান দিয়েই আমার সংসার চলে। এভাবে আমার ফসল নষ্ট হয়ে গেলে আমি কি করে সংসার চালাবো? আমাকে ঋণের বোঝা টানতে হবে। দোকানদার শফিক বিভিন্ন অযুহাত দেখাচ্ছেন।
অপরদিকে সিজান ট্রেডার্সের মালিক শফিকের সঙ্গে মোবাইলে বিষয়টি জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে কল কেটে দেন। পরবর্তিতে আর ফোন রিসিভ করেননি।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, দোকানদারের উচিত এই ক্ষতির জন্য দায়ভার নেয়া এবং কৃষকদের পাশে দাঁড়িয়ে ক্ষতিপূরণ দেয়া। উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, ক্ষতিগ্রস্থ কৃষক আমাদের সাথে যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও খোঁজ নেয়া হবে তার ওধুধ বিক্রির অনুমোদন আছে কিনা। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাইনি, পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতলক্ষ্যাইয় যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার

সরকারি কর্মচারীদের ব্যয়বহুল রোগে অনুদান বেড়ে তিন লাখ টাকা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অটোভ্যানের চালকসহ ২ জন নিহত

দেড় কোটি টাকার ঋণে জর্জরিত হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

পাবনা-দাশুড়িয়া মহাসড়কে খানাখন্দ যোগ্য ঠিকাদার পাচ্ছে না সওজ

চন্দ্রনাথ মন্দির ঘিরে বৈঠক, উসকানিমূলক কার্যক্রম ঠেকাতে মাঠ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ