দ্বিতীয় দিনের বৈঠকে ঐকমত্য কমিশন-বিএনপি

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছে।রোববার (২০ এপ্রিল) সকাল ১১টায় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়।
বৈঠকের শুরুতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবারের বৈঠকে যেসব বিষয়ে মতানৈক্য ছিলো তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করার পর বিএনপির অবস্থান ঐকমত্য কমিশনকে জানানো হবে।
আরও পড়ুনতিনি জানান, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে বিএনপি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে। পাশাপাশি আজই সংস্কার নিয়ে আলোচনা সমাপ্ত হবে বলেও জানান তিনি।এছাড়া আজকের বৈঠকে সংবিধান, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে বলেও জানান সালাহউদ্দিন আহমেদ।
মন্তব্য করুন