ভিডিও রবিবার, ১১ মে ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশে গাড়ি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশে গাড়ি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে রাসেদুল ইসলাম (৪০) নামে এক গাড়ি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে পথচারীরা তাড়াশ-রানীরহাট সড়কের আসানবাড়ি নামক স্থানে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সে তাড়াশ পৌর সদরের ওয়াপদা বাধ এলাকার আব্দুল কাদেরের  ছেলে ও পিকআপ ভ্যান চালক। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর মো: জিয়াউর রহমান জানান উল্লেখিত স্থানে রাতের যে কোনো সময়ে দুষ্কৃতিকারীরা তাকে গলাকেটে হত্যা করে রাস্তার পাশে  ফেলে চলে যায়। আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে পথচারীরা তার লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. এনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আরও পড়ুন

নিহত রাসেদুল ইসলামের মা  আকলিমা খাতুন জানায়, গতকাল শুক্রবার রাত থেকেই সে নিখোঁজ ছিলেন। কি কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তাড়াশ থানার অফিসার ইন চার্জ মো: জিয়াউর রহমান বলেন, হত্যাকারীদের সনাক্ত করাতে জোর প্রচেষ্টা অব্যহত রেখেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপাশার নতুন যাত্রা

ইউরোপ ট্যুরে লিজা

রাজশাহীতে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

মিডল্যান্ড ব্যাংকের করোটিয়া উপ  শাখার উদ্বোধন

এনআরবিসি ব্যাংকে ঋণ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

চট্টগ্রামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ‘ট্রেড প্রসেসিং ইউনিট’ উদ্বোধন