ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শাজাহানপুরে নারী শিক্ষার্থীকে কোপালো মাদকসেবী

বগুড়ার শাজাহানপুরে নারী শিক্ষার্থীকে কোপালো মাদকসেবী। প্রতীকী ছবি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসা পড়ুয়া আররী আক্তার (২১) নামে এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিবেশী গোলাম রব্বানী (২৭) নামে এক মাদকাসক্ত যুবক।

ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া পশ্চিমপাড়া গ্রামে। গুরুতর আহত ওই ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত ছাত্রীর বাবা আমজাদ হোসেন শাজাহানপুর থানায় মামলা দায়ের করেছেন।

আরবি আক্তারের স্বজনরা জানিয়েছেন, আরবী আক্তার সাজাপুর ফুলতলা আহমদিয়া কামিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার খালাতো ভাই আশরাফুল ইসলামের কাছ থেকে টাকা ধার নিয়েছিল প্রতিবেশি আব্দুল খালেকের ছেলে গোলাম রব্বানী। সম্প্রতি পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আশরাফুল ও গোলাম রব্বানীর মধ্যে হাতাহাতি হয়।

আরও পড়ুন

এর জের ধরে গতকাল মঙ্গলবার বিকেলে আশরাফুলের বাড়িতে তাকে মারতে যায় গোলাম রব্বানী। কিন্তু সে সময় আশরাফুল বাড়িতে ছিলনা। গোলাম রব্বানীর হিংস্রতা দেখে আশপাশের লোকজন চিৎকার করলে বাড়ির দরজা খুলে বের হয় আরবী আকতার। এ সময় গোলাম রব্বানী ধারালো অস্ত্র দিয়ে আরবী আকতারের ডান হাতে কোপ দিয়ে পালিয়ে যায়। এতে ডান হাতের রগ ও হাড় কেটে গুরুতর আহত হন আরবী আকতার।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, মাদ্রাসা ছাত্রী আরবী আকতার কে কোপানোর ঘটনায় তার বাবা আমজাদ হোসেন বাদি হয়ে রব্বানীকে আসামি করে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা নিতে পুলিশী অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তান ম্যাচে আমরা বাংলাদেশীদের প্রার্থনা ও সমর্থন পাবো : শানাকা

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় তিন পুলিশ নিহত

প্রতিপক্ষের জালে পাঁচ গোল আল-নাসরের

এক সপ্তাহের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারি না হলে লংমার্চ

নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৭

৪ আগস্টই নতুন সরকার গঠনের প্রস্তুতি নেওয়া হয় : নাহিদ ইসলাম