চলতি রোবো মৌসুমে ৩ টাকা বাড়িয়ে ৩৬ টাকা দরে সাড়ে ৩ লাখ টন ধান কেনার লক্ষ্যমাত্রা

স্টাফ রিপোর্টার : ধানের দাম ৩ টাকা বাড়িয়ে সরকার অভ্যন্তরীণ রোবো সংগ্রহ অভিযান শুরু করতে যাচ্ছে। এই মৌসুমে ৩ লাখ ৫০ হাজার মেট্রিকটন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধানের দাম প্রতিকেজি ৩৩ টাকার স্থলে বোরো মৌসুমে ৩ টাকা বাড়িয়ে ধানের দাম ৩৬ টাকা করা হয়েছে।
পরপর কয়েক বছর ধান সংগ্রহ অভিযান ভেস্তে যাওয়ার পর ধান সংগ্রহ অভিযান সফল করতে এবার ৩ টাকা বাড়ানো হলো। বাজারের চেয়ে সরকারি ক্রয় মূল্য কম হওয়ায় গত কয়েক বছর সংগ্রহ অভিযান ব্যর্থ হয়। বিশেষ করে গেল আমন মৌসুমে কোন কোন উপজেলায় এক টন ধানও ক্রয় করা সম্ভব হয়নি। ্এ্যাপসের মাধ্যমে ধান ক্রয় করা করা শুরু করলেও তা কোন কাজে আসছে না।
খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখা থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা জানিয়ে দেওয়া হয়েছে। সরকার এবার সাড়ে ৩ লাখ মেট্রিকটন ধান গ্রহণ করবে। আগামি ২৪ এপ্রিল থেকে সংগ্রহ অভিযান শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত। চলতি রোবো মৌসুমে কৃষকের অ্যাপসের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক তালিকাভুক্ত কৃষকের কাছ থেকে আগে আসলে আগে বিক্রয় করতে পারবেন ভিত্তিতে ধান সংগ্রহ করবে খাদ্য বিভাগ।
এবার রংপুর বিভাগের দিনাজপুর জেলায় ১২ হাজার ৬৪৭ মেট্রিকটন, ঠাকারগাঁও জেলায় ৪ হাজার ৫০১ মেট্রিকটন, পঞ্চগড় জেলায় ২ হাজার ৪১৪ মেট্রিকটন, লালমনিরহাট জেলায় ৩ হাজার ৩৬০ মেট্রিকটন, নীলফামারী জেলায় ৫ হাজার ৮৬৭ মেট্রিকটন, রংপুর জেলায় ৯ হাজার ৪১৭ মেট্রিকটন, কুড়িগ্রাম জেলায় ৮ হাজার ১৬৪ মেট্রিকটন এবং গাইবান্ধা জেলায় ৯ হাজার ৩৮৫ মেট্রিকটন ধান ক্রয় করা হবে। সব মিলিয়ে রংপুর বিভাগে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ৭৫৫ মেট্রিকটন।
রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ৫ হাজার ১৭৫ মেট্রিকটন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩ হাজার ৮২০ মেট্রিকটন, নওগাঁ জেলায় ১৩ হাজার ৭২৭ মেট্রিকটন, নাটোর জেলায় ৪ হাজার ৩৫৭ মেট্রিকটন, পাবনা জেলায় ৪ হাজার ৫০ মেট্রিকটন, জয়পুরহাট জেলায় ৪ হাজার ৬৫৯ মেট্রিকটন, বগুড়া জেলায় ১২হাজার ১৬৯ মেট্রিকটন এবং সিরাজগঞ্জ জেলায় ৬ হাজার ৪১০ মেট্রিকটন। সব মিলিয়ে রাজশাহী বিভাগে ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৪ হাজার ৩৬৭ মেট্রিকটন।
ঢাকা ভিভাগের গাজীপুর জেলায় ৩ হাজার ৩৬৯ মেট্রিকটন, মানিকগঞ্জ জেলায় ৩ হাজার ৩৮ মেট্রিকটন, ঢাকা জেলায় ৩ হাজার ৮৭ মেট্রিকটন, নারায়নগঞ্জ জেলায় ১ হাজার ৩৯৮ মেট্রিকটন, নরসিংদী জেলায় ৪ হাজার ১০৩ মেট্রিকটন, মুন্সীগঞ্জ জেলায় ১ হাজার ৬৫৯ মেট্রিকটন, কিশোরগঞ্জ জেলায় ১২ হাজার ৪৮৯ মেট্রিকটন, টাঙ্গাইল জেলায় ১২ হাজার ৪৭১ মেট্রিকটন, ফরিদপুর জেলায় ১ হাজার ৫৪১ মেট্রিকটন, রাজবাড়ি জেলায় ৭৫৬ মেট্রিকটন, গোপালগঞ্জ জেলায় ৬ হাজার ৩০২ মেট্রিকটন, মাদারীপুর জেলায় ২ হাজার ২৮৯ মেট্রিকটন, শরীয়তপুর জেলায় ১ হাজার ৮৬৮ মেট্রিকটন ধান কেনার লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ১৭ হাজার ৯৮৭মেট্রিকটন,নেত্রকোনা জেলায় ১৩ হাজার ৪৩২ মেট্রিকটন, জামালপুর জেলায় ৮ হাজার ৯০১ মেট্রিকটন, শেরপুর জেলায় ৭ হাজার ৬১৬ মেট্রিকটন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুনখুলনা বিভাগের খুলনা জেলায় ৪ হাজার ৮৭১ মেট্রিকটন, বাগেরহাট জেলায় ৪হাজার ৯৮৯ মেট্রিকটন, সাতক্ষীরা জেলায় ৫ হাজার ৩৫৬ মেট্রিকটন, যশোর জেলায় ১১ হাজার ২৩১ মেট্রিকটন,ঝিনাইদহ জেলায় ৬ হাজার ২৮৫ মেট্রিকটন, মাগুড়া জেলায় ২ হাজার ৮২১ মেট্রিকটন এবং নড়াইল জেলায় ৩ হাজার ৬০০ মেট্রিকটন, কুষ্টিয়া জেলায় ২ হাজার ৫৪৬ মেট্রিকটন, চুয়াডাঙ্গা জেলায় ২ হাজার ৪৪৯ মেট্রিকটন, মেহেরপুর জেলায় ৮৮৯ মেট্রিকটন ধান কেনা হবে। এই বিভাগে মোট ৪৫০৩৭ মেট্রেকটন ধান কেনার লক্ষ্যমাত্র নির্ধারণ করা হবে।
চট্রগ্রাম বিভাগের চট্রগ্রাম জেলায় ৪ হাজার ৩৫৯ মেট্রিকটন, কক্সবাজার জেলায় ৩ হাজার ৬৭৮ মেট্রিকটন, রাঙ্গামাটি জেলায় ৬০৬ মেট্রিকটন, খাগড়াছড়ি জেলায় ৫৬৮ মেট্রিকটন, বান্দরবান জেলায় ৫০৫ মেট্রিকটন, নোয়াখালী জেলায় ৭ হাজার ৭৭৬ মেট্রিকটন, লক্ষীপুর জেলায় ২ হাজার ৬২৭ মেট্রিকটন, ফেনী জেলায় ১ হাজার ৯৩৯ মেট্রিকটন, কুমিল্লা জেলায় ১১হাজার ৪৪ মেট্রিকটন, চাঁদপুর জেলায় ৪ হাজার ৩৭০ মেট্রিকটন, বি-বাড়িয়া জেলায় ৭ হাজার ৫৭৯ মেট্রিকটন ধান ক্রয়ের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। খুলনা বিভাগেসব মিলিয়ে লক্ষ্যমাত্রা ৪৫ হাজার ৬৯ মেট্রিকটন।
সিলেট বিভাগের সিলেট জেলায় ৫ হাজার ৫৫০ মেট্রিকটন, মৌলভীবাজার জেলায় ৪ হাজার ১১ মেট্রিকটন, হবিগঞ্জ জেলায় ৮ হাজার ২৬৭মেট্রিকটন, সুনামগঞ্জ জেলায় ১৪ হাজার ৬৪৫ মেট্রিকটন। সব মিলিয়ে সিলেট উপজেলায় ৩২ হাজার ৪৬৩ মেট্রিকটন ধান কেনার লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।
বরিশাল বিভাগের বরিশাল জেলায় ৪ হাজার ৬০৩ মেট্রিকটন, ঝালকাঠি জেলায় ৯২৬ মেট্রিকটন, পিরোজপুর জেলায় ৩ হাজার ৬৩ মেট্রিকটন, ভোলা জেলায় ৪ হাজার ৬১৫ মেট্রিকটন, পটুয়াখালী জেলায় ১ হাজার ২৯৬ মেট্রিকটন, বরগুনা জেলায় ৫০০ মেট্রিকটন ধান কেনার লক্স্যমাত্র নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে বরিশাল বিভাগে ধানকেনার লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৩ মেট্রিকটন।
মন্তব্য করুন