ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষ আহত ২৫, লুটপাট

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষ আহত ২৫, লুটপাট। ছবি : দৈনিক করতোয়া

শাহজাদপুর (সিরাজঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে পল্লী অঞ্চল বড় ধুনাইল গ্রামে সরকারি খাস জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। এ সময় ব্যাপক লুটপাট করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানায়, উপজেলার রুপবাটি ইউনিয়নের বড় ধুনাইল গ্রামে হালিম ও জাফর গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে গতকাল শনিবার সকালে দুই পক্ষ লাঠি, ফালা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গোলাম  (৬৭),  ফিরোজ (৪০), আদম (৩২), জহির (৭০), খোকনসহ (৫০) ২৫ জন আহত হয়।

আরও পড়ুন

এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।  এদিকে সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ৮/১০টি বাড়িঘর লুটপাটের অভিযোগ করা হয়। সংঘর্ষের সময় বেশ কিছু গরু বাছুর নিয়ে যায় প্রতিপক্ষরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার অপারেশন আবু সাঈদ জানান,  বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ  

ধ্রুব’ থেকে আজ প্রকাশ পাচ্ছে জয়ের ‘ফিরবে না’

মুন্সিগঞ্জে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

মাসিক বিলের পাশাপাশি আদানির বকেয়া শোধ করছে বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ মানুষের টিকে থাকার জন্য জরুরি: ফরিদা আখতার

দুই বাংলাদেশিকে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে আটকে রেখেছে গ্রামবাসী