পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণে অভিযুক্ত প্রতিবেশীর বাড়িতে আগুন

নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
গত মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে শিবপুর উপজেলার এক গ্রামে ১২ বছর বয়সী ওই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। বুধবার (৯ এপ্রিল) কিশোরীর বাবা বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে অভিযুক্ত ব্যক্তিকে কুমিল্লায় তার মেয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ওই কিশোরী স্থানীয় মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ঈদের ছুটিতে মাদ্রাসা বন্ধ থাকায় সে বাড়িতে অবস্থান করছিল। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে একটি গাছ থেকে আম পেড়ে আনতে গেলে প্রতিবেশী সেই ব্যক্তি কিশোরীর মুখ চেপে ধরে পাশের ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চাচি গিয়ে দেখে ফেললে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়।
আরও পড়ুনশিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেছেন, ভুক্তভোগীর বাবা লিখিত অভিযোগ দিয়েছেন। তার ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগী নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন