ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার ছাত্রীর চেয়ে ছাত্র বেশি ৭ হাজার ৩শ’ ১৬ জন

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার ছাত্রীর চেয়ে ছাত্র বেশি ৭ হাজার ৩শ’ ১৬ জন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : চলতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮ জেলায় মোট পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন। এর মধ্যে ছাত্র ৯৪ হাজার ৬১০ জন এবং ছাত্রী ৮৭ হাজার ২৯৪ জন। এবার ছাত্রীর চেয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে ৭ হাজার ৩শ’ ১৬ জন ছাত্র বেশি।

আগামীকাল বৃহস্পতিবার থেকে এসএসসি  ও সমমানের পরীক্ষা শুরু হবে। । বাংলা প্রথমপত্র দিয়ে পরীক্ষা শুরু হবে। শেষ হবে আগামী ১৩ মে বাংলা ২য় পত্র পরীক্ষা দিয়ে। এরপর ১৫ মে থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, শেষ হবে বেলা ১টায়।

এবার বিজ্ঞান বিভাগে ৯১ হাজার ৫৪৩ জন, মানবিক বিভাগে ৮৪ হাজার ৫৬৬ জন, ব্যবসায় শাখায় ৫ হাজার ৭৯৫ জন। এ নিয়ে মোট ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন পরীক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। রাজশাহী জেলায় ২৭ হাজার ১৮২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ হাজার ৪৭৯ জন, নাটোরে ১৫ হাজার ৬২৪ জন, নওগাঁয় ২২ হাজার ২৬০ জন, পাবনায় ২৭ হাজার ৫২৮ জন, সিরাজগঞ্জে ৩২ হাজার ৬৫৩ জন, বগুড়ায় ৩৩ হাজার ২৬৫ জন, জয়পুরহাটে ৮ হাজার ৯১৩ জন।

আরও পড়ুন

এ বিষয়ে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) জহিরুল হক বলেন, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে পৌছাতে হবে। শুধুমাত্র রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র ছাড়া কোন কাগজপত্র সঙ্গে রাখতে পারবে না।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম বলেন, পরীক্ষায় ভাল ফলাফল করার জন্য শিক্ষার্থীদেরকে নোট গাইড পরিহার করতে হবে। পরীক্ষার হলে শিক্ষার্থীরা কোন ধরনের ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। সনাতন পদ্ধতির ঘড়ি ব্যবহার করতে পারবে। পরীক্ষার উত্তরপত্র কিংবা ওএমআর সীট ভাঁজ করতে পারবে না। এছাড়াও ওএমআর সীটে ফ্লুইড কিংবা ব্লেড/ইরেজার দিয়ে ঘষামাজা করা যাবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

রাকসু কোষাধ্যক্ষ ভবনে তালা, বন্ধ মনোনয়নপত্র বিতরণ

বাসর রাতে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে স্বামীসহ আটক ৭

নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩

নুরের অবস্থা আগের তুলনায় ভালো : ঢামেক পরিচালক

কুড়িগ্রামে ভেজাল সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীর দুই লাখ টাকা জরিমানা