ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

বগুড়ায় সড়কে বেরিকেড দিয়ে ছিনতাই

বগুড়ায় সড়কে বেরিকেড দিয়ে ছিনতাই। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের নাটাইপাড়ায় সড়কে বেরিকেড দিয়ে একটি পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও বিভিন্ন মালামাল ছিনতাই করা হয়েছে। গতকাল রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

নারুলী উত্তরপাড়ার মো: আমির খসরুর ছেলে এ,কে,এম বাছিউল আলম (৫১) বলেন, রোববার ভোর ৪ টার দিকে অটোরিকশা যোগে তিনি ও তার পরিবারের লোকজন শহরের সাতমাথার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এরপর তাদের বহনকারী অটোরিকশাটি ভোর সোয়া ৪ টার দিকে নাটাইপাড়া চেক পোষ্টের কাছে মিতু আইসক্রিম ফ্যাক্টরির সামনে পৌছামাত্র কয়েকজন দুর্বৃত্ত তাদের অটোরিকশার সামনে বেরিকেট দিয়ে থামায়।

এরপর দুর্বৃত্তরা তাদেরকে বলে যে তোমাদের কাছে যা আছে বের করে দাও। তারা চাকু বের করে তাদের ভয় দেখায়। এসময় তার মেয়ে সামিয়া তাসমিন অনন্যা ও মেয়ের জামাই মেহেদী হাসান নাদিমকে বলে যে, চিৎকার করলে এখানেই খুন করে ফেলবো।

আরও পড়ুন

এরপর তারা তাদের কাছ থেকে কয়েকটি স্মার্ট মোবাইল ফোন, নগদ ৫২ হাজার টাকা, মেয়ের কাছ থেকে ৮ আনা ওজনের স্বর্ণের ২টি আংটি, ও ৩টি ব্যাগের মধ্যে রক্ষিত দামী কাপড় চোপড়সহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নিয়ে চলে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। ওই ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

শ্রমিকদলের আয়োজিত সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশগ্রহণ

 একতরফা ভালোবেসে গায়ে আগুন দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা