বগুড়ার আদমদীঘিতে বাঁশ কাটতে বাধা দেয়ার বাড়িতে ভাংচুরের অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বিবাদমান পৈত্রিক জায়গায় বাঁশ কাটতে বাধা দেয়ায় প্রতিপক্ষের মারধরে আবু রায়হান (২১) নামের এক যুবক আহত ও তাদের বাড়িতে হামলা করে ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বিকেল ৪টায় আদমদীঘি উপজেলার বড় জিনইর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারধরের শিকার ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবু রায়হান বাদি হয়ে তার ফুপু বকুল বেগম, চম্পা বেগম, পুতুল ও পারুল বেগমের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার বড় জিনইর গ্রামের রফিকুল ইসলামের সাথে তার বোনদের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। এ নিয়ে গ্রামে বেশ কয়েক দফায় সালিশ বৈঠক করেও কোন সুরাহা হয়নি। গতকাল রোববার বিকেলে বড় জিনইর গ্রামে রফিকুল ইসলামের বোন বিবাদীরা পৈত্রিক সম্পত্তিতে থাকা বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটছিল।
আরও পড়ুনসে সময় রফিকুল ইসলামের ছেলে আবু রায়হান বাধা দিলে প্রতিপক্ষরা তাকে মাারধরে আহত করে রফিকুল ইসলামের বাড়িতে চড়াও হয়ে রান্না ঘরের টিন ও টালি ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। বিবাদী চম্পা বেগম জানায়, তারা তার মৃত মায়ের মিলাদ উপলক্ষে কয়েকটি বাঁশ বিক্রি করেছে। সেই বাঁশ কাটতে বাঁধা দেয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
মন্তব্য করুন