ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

নওগাঁর পোরশায় প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা নিহত

নওগাঁর পোরশায় প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা নিহত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় মসজিদের পুকুরের পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা আফজাল হোসেন (৫৫) মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সকাল ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত আফজাল হোসেন গাঙ্গুরিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও বড়গুন্দইল নওয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

জানা গেছে, ২৭ মার্চ রোববার বিকেলে বড়গুন্দইল নওয়াপাড়া মালতিপুর ও কাদিপুর জামে মসজিদের লিজ দেওয়া পুকুরের পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারি হয়। এতে প্রতিপক্ষের লোকজনের মারপিটে আফজাল হোসেন আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ২৮ মার্চ নিহতের ছোট ভাই আলফাজ হোসেন বাদি হয়ে বড়গুন্দইল গ্রামের সাতজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন

পরে অভিযান চালিয়ে মামলার আসামি গুন্দইল গ্রামের আবুল বাসারের ছেলে ইমামুল হাসান (৪৫) একই গ্রামের আক্কাস আলীর ছেলে বাবুল হোসেন (৫২) ও সাপাহার উপজেলার পদলপাড়া গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে রবিউল ইসলামকে (৩৮) গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক না ছাড়ায় মেয়েকে হত্যা বাবার

এটা আমার কোচিং ক্যারিয়ারের সেরা সময় : পিএসজি কোচ এনরিকে

যেখানেই অন্যায় প্লিজ আপনারা কথা বলুন প্লিজ :খায়রুল বাসার

১২ দিনে ৫শ’ ইসরায়েলি নিহত

ওপর বাংলায় মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা

চট্টগ্রামে দখল-চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার