ভিডিও শুক্রবার, ১৬ মে ২০২৫

বগুড়ার শেরপুরে যৌন নিপীড়নের চেষ্টায় থানায় মামলা

বগুড়ার শেরপুরে যৌন নিপীড়নের চেষ্টায় থানায় মামলা। প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়ণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা গতকাল শুক্রবার রাতে বাদি হয়ে কিশোরসহ চারজনের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামিরা হলো-সাইফুল ইসলামের স্ত্রী আছিয়া বেগম (৪৮), আব্দুল মালেকের ছেলে সেলিম (৩০) ও সাইফুল ইসলামের ছেলে আশিক (৩২)।

থানায় মামলা সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী গতকাল শুক্রবার ইফতারের পর পাশে একটি দোকানে যায়। এই সময় প্রতিবেশী সাইফুল ইসলামের ছেলে কিশোর (১৪) ওই ছাত্রীকে মোবাইলে গেম খেলার কথা বলে ডেকে অন্ধকার গলিতে নিয়ে যৌন-নিপীড়ণের চেষ্টা করে। এসময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত কিশেঅর পালিয়ে যায়।

আরও পড়ুন

এই ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে শেরপুর থানায় চারজনের বিরুদ্ধে যৌন নিপীড়ণ আইনে একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, যৌন নিপীড়ণের একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ১, আহত ২৩

উত্তর গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা, ঢুকছে ট্যাংক

মম ফানুস ও গেরস্ত বাড়ি নিয়ে মুসফেরার স্বপ্ন

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

জবি শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ শুরু

ভ্রমণকন্যা মুনিয়া ৬০ জেলা ঘুরেছেন