সোনার দাম আকাশচুম্বী, ভরসা বিভিন্ন মেটালের গহনা
ঈদে যত সাজেই নিজেকে সাজাক না কেন নারীর সাজে পূর্ণতা আসে গহনায়

স্টাফ রিপোর্টার : ঈদে যত সাজে নিজেকে সাজাক না কেন নারীর সাজে পূর্ণতা আসে গহনায়। একসময় ঈদ উপলক্ষ্যে প্রতিটি নারী, গৃহিনী ও তরুনীরা সোনার গহনা বানিয়ে নিতেন। কিন্তু সোনার দাম সর্বকালের রেকর্ড ভেঙ্গে এক লাখ ৫৬ হাজার টাকায় পৌছে গেছে। তাই সোনা কেনা বাদ দিয়ে নারীরা পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছেন বিভিন্ন মেটালের গহনার দিকে। তাই শেষ সময়ে মার্কেটে মার্কেটে ঘুরে তরুণী, গৃহীনীরা পোশাকের সাথে মিলিয়ে ইমিটিশনের গহনা কিনছেন। তাদের চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন কসমেটিক ও জুয়েলারি দোকানীরাও। এবারের গহনার ফ্যাশন চলছে বিভিন্ন ডিজাইনের আংটি ও লম্বা চেইনের সাথে ঝুলানো ঝুমকা। এছাাড়াও তরুণীরা কিনছেন গলার চিক বলে পরিচিত চোকার নামের গহনা।
বগুড়ার নিউ মার্কেট,রানার প্লাজা, আড়ং, চুড়িপট্টি, জলেশ্বরীতলা মিমোসা জুয়েলারিসপ ছাড়াও বিভিন্ন শোরুমসহ কসমেটিকস ও জুয়েলাারি দোকান ঘুরে দেখা যায়, প্রতিটি মার্কেটে তরুণীরা পোশাকের সাথে মিলিয়ে তাদের পছন্দমত গহনা কিনছেন। তবে বগুড়া নিউমার্কেট ও চুড়িপট্টিতে তুলনামূলক দাম কম হওয়ায় এই মার্কেটে ভিড় সবচেয়ে বেশি। এবার অ্যান্টিকের পাশাপাশি আধুনিক মনোমুগ্ধকর ডিজাইন ও বিভিন্ন ধাতব কালারের গহনার চাহিদা বেশি। এছাড়াও বিভিন্ন ডিজাইনের ঝুমকা,কুন্দন,রিং, বালি, বিভিন্ন ধাতুর তৈরি বাহারি চুড়ি এবং গয়না, কপার কালার সেট, মেটালের কানের দুল,চৌকার মালা, স্টোনের বাহারি নুপুর, ব্রেসলেট’র চাহিদা এবারো আছে তরুণীদের মাঝে। অনেকে তাদের ফ্যাশনেবল পোশাকের সাথে মিলিয়ে বিভিন্ন ধরণের মালাও কিনছেন।
বগুড়া নিউ মার্কেটের ইমিটিশনের একটি দোকানে পোশাকের সাথে মিলিয়ে গহনা ও কসমেটিকস কিনতে এসেছেন প্রেরণা। ঈদের জন্য সে দুটো ত্রিপিস কিনেছে। এখন তার কানের দুল দরকার। তার পছন্দ ডায়মন্ড কাটের গহনা। দোকানী যে দুল বের করেন তার প্রায় সবগুলোয় তার পছন্দ হচ্ছে। কিন্তু সে তো দুটো দুল কিনবে। অবশেষে তার মা তার সমস্যার সমাধান করে দিলেন। সে দুটো ঝুলানো দুল কিনলো ১১শ’ টাকা দিয়ে। এরপর কিনলো ডুবাই আর্টিফিশিয়াল সোনার ব্রেসলেট ১৩শ’ টাকা দিয়ে। দামের ব্যাপারে সে জানায় ঈদে পছন্দের পণ্য একটু দাম বেশি হলেও সমস্যা নেই।
আরও পড়ুনএবার একটু যারা ফ্যাশান সচেতন তারা কিনছের ডায়মন্ড কাটের গোল্ড এবং সিলভার কালারের মালা, কানের দুল, হাতের চুড়ি,ব্রেসলেট। একই কথা জানালেন বগুড়া নিউ মার্কেটের রাব্বি কসমেটিকস এর স্বত্তাধিকারী মোঃ রাব্বি। তিনি জানান, তরুণীরা নির্দিষ্ট ট্রেন্ডে বসে থাকে না। তাদের একেক জনের একেক ধরণের পছন্দ। মার্কেটের বেশিরভাগ দোকানে মালার সেট বিক্রি হচ্ছে ২৮০ টাকা থেকে ৮৫০, চোকার সেট বিক্রি হচ্ছে ১শ’ থেকে ৩ হাজার টাকা। মেটালের গহনা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২হাজার ৫০ টাকা। বাহুবলী মেটাল ও ডায়মন্ড কাটিংয়ের সেট বিক্রি হচ্ছে ৫শ’ থেকে ৫ হাজার পর্যন্ত। এছাড়াও ভারতীয় জয়পুর নেকলেস,এক্সক্লুসিভ ভারতীয় নেকলেস,হোয়াইট স্টোন নেকলেস, অফ হোয়াইট পার্ল সেট, মাল্টি কালার ব্রেসলেট টিকলি, ডায়মন্ড কাট চুড়ি, প্লেইন চুড়ি বিক্রি হচ্ছে।
সোনার দাম সাধারণ মানুষের ধরা ছোয়ার বাইরে চলে গেছে। এজন্য গৃহিনী ও তরুণীরা সবাই ঈদ মার্কেটে নতুনত্ব আনতে আর্টিফিশিয়াল গহনা দিকে ঝুঁকেছেন বেশি। শেষ মুহুর্তে শাড়ি, জামা, জুতাসেন্ডেল কেনাকাটা শেষে তরুণীরা ভিড় করছেন গহনার দোকানে। তারা জানান, এবার প্রতিটি দোকানে গহনার অনেক কালেকশন। শুধু দেখেশুনে কেনা এবং ঈদের দিনে অনেকের মধ্যে একজন হয়ে উঠতে পছন্দমত গহনার জন্য ঘেমে-নেয়ে একাকার হচ্ছেন তরুনীরা।
মন্তব্য করুন