গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের পিছনে আরেক ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের খলসী নামক স্থানে দাঁড়িয়ে থাকা মালবোঝাই ট্রাকের পিছনে আরেকটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই হেলপার হাসান আলী (৩০) নিহত হয়েছে।
এসময় আলুবাহী ট্রাকের চালক-হেলপার আহত হয়। নিহত হাসান আলী উপজেলার তালুককানুপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের মমদেল হোসেনের ছেলে। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কে খলসী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন