ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

বাবাকে হত্যা করে পালাতে স্ট্রোক করে ছেলের মৃত্যু

বাবাকে হত্যা করে পালাতে স্ট্রোক করে ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক:  শরীয়তপুরের নড়িয়ায় পারিবারিক কলহের জেরে বাবা মকবুল হোসেন মোল্লাকে কুপিয়ে হত্যা করে ছেলে রুবেল মোল্লা পালাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

রোববার (২৩ মার্চ) রাতে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী ব্যাপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার হামিজুদ্দিন মোল্লার ছেলে মকবুল হোসেন মোল্লা (৬৫) ও তার ছেলে রুবেল মোল্লা (৩৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মকবুল হোসেন মোল্লা দুটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর সন্তান রুবেল মোল্লার সঙ্গে মকবুল মোল্লার কলহ সৃষ্টি হয়। এর জেরে রোববার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন রুবেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আরও পড়ুন

এদিকে ঘাতক রুবেল মোল্লা ঘটনার পর দৌড়ে পালাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাড়ির পাশের মাঠে মারা যান। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যা করেন ছেলে। পরবর্তীতে বাড়ির পাশে ছেলের মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছেলে রুবেল মোল্লা মারা গেছেন। এ বিষয়ে তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় বদলগাছী থানার ওসি ও এএসআই আহত

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনছে ভারত

নাটোরের লালপুরে পদ্মা নদীতে অবৈধ চার বালু উত্তোলনকারীর কারাদন্ড

অপেক্ষায় সেমন্তী সৌমি

নওগাঁর আত্রাইয়ে কচুপাতার কদর বেড়েছে

নড়াইলে ধান বোঝাই ট্রলি চাপায় প্রাণ গেল শিশুর