ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে কামড় দিয়ে ধর্ষণের হাত থেকে রক্ষা পেল স্কুলশিক্ষার্থী

বগুড়ার সারিয়াকান্দিতে কামড় দিয়ে ধর্ষণের হাত থেকে রক্ষা পেল স্কুলশিক্ষার্থী। প্রতীকী ছবি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে ধর্ষকের হাতে কামড় দিয়ে ধর্ষণের হাত থেকে রক্ষা পেয়েছে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। এ ঘটনায় ধর্ষণচেষ্টা মামলার আসামিকে গ্রেফতার করে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে। একই দিনে পৃথক আরেকটি ধর্ষণ মামলার আসামিকেও গ্রেফতার করে একই আদালতে প্রেরণ করা হয়। এছাড়াও সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে মাদকসহ একজন কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সারিয়াকান্দি থানার সূত্রে জানা গেছে, উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাজলা পূর্বপাড়া গ্রামের সাইফুল মন্ডলের ছেলে মুকুল মিয়া (২২) একই গ্রামের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মাঝেমধ্যেই উত্ত্যক্ত করতো। গতকাল শনিবার রাত ৮টার দিকে ওই শিক্ষার্থীর মা তারাবির নামাজ পড়তে মসজিদে যায় এবং তার বাবা মাছ বিক্রি করতে স্থানীয় বাজারে ছিলেন।

একই সময়ে পাশের ভাইয়ের বাড়িতে ওই শিক্ষার্থী বেড়াতে যায়। সেই বাসা থেকে ফেরার সময় একটি রাস্তার মোড়ে শিক্ষার্থীকে একা পেয়ে মুকুল মিয়া তাকে রাস্তার পাশের একটি ইউক্যালিপ্টাস বাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করলে শিক্ষার্থী মুকুল মিয়ার হাতে কামড় দিয়ে চিৎকার করে। তার চিৎকারে আশেপাশের এলাকাবাসী এসে শিক্ষার্থীকে উদ্ধার করে। পরে এলাকাবাসী মুকুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদি হয়ে সারিয়াকান্দি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

আরও পড়ুন

এদিকে গতকাল শনিবার রাতে উপজেলার বোহাইল ইউনিয়ন থেকে শাহিন মিয়া (২৫) নামে এক ধর্ষণ মামলার আসামিকেও গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। শাহিন মিয়া উপজেলার বোহাইল ইউনিয়নের ধারাবর্ষা চুয়ান্ন বাজার এলাকার বেলাল মিয়ার ছেলে। এক কিশোরীকে তার বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে পালিয়ে যায়।

গত ১১ মার্চ বগুড়া জেলা জজ আদালতে কিশোরীর পরিবার একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে গতকাল শনিবার রাতে শাহিন মিয়াকে সারিয়াকান্দি থানা পুলিশ গ্রেফতার করে। এদিকে গতকাল শনিবার রাতে সারিয়াকান্দি থানার মাদকবিরোধী অভিযানে শামীম মিয়া (৩০) নামে একজন মাদককারবারিকে ২২ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টা মামলার আসামি মুকুল, ধর্ষণ মামলার আসামি শাহিন এবং মাদককারবারি শামিম মিয়াকে গ্রেফতার করে আজ রোববার (২৩ মার্চ) সকালে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদর দিবসে জবি ছাত্রশিবিরের কুইজ আয়োজন

শিক্ষক-শিক্ষার্থীদের উপর পুলিশী হামলায় জবি  হিউম্যান রাইটস সোসাইটির প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরে হুরাসাগরের বুকে নানা জাতের ফসলের চাষাবাদ

বগুড়ার সোনাতলায় এক গৃহবধুর আত্মহত্যা

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে বাদামসহ রবিশস্য

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এস্কেভেটর পোড়ানোর অভিযোগ, অস্বীকার ইউএনও’র