ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

বগুড়ার ধুনটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাই মামলা

বগুড়ার ধুনটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাই মামলা। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বেলকুচি গ্রামের রফিকুল ইসলাম শাহীনসহ ১৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও মেসার্স খোকন ট্রেডার্সের স্বত্বাধিকারী বেলকুচি গ্রামের শরিফুল ইসলাম খোকন বাদি হয়ে থানায় এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, বাঙালি, করতোয়া, ফুলজোড়, হুরাসগর নদী পুনঃখনন ও তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় সরকারিভাবে মাটি-বালু উত্তোলন করে উপজেলার শাহদহ এলাকায় নদীর তীরে মজুদ রাখা হয়। পরবর্তিতে দরপত্রের মাধ্যমে জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীকে নদীর তীর এলাকা থেকে ১৮ লাখ ঘনফুট মাটি-বালু অপসারণের কার্যাদেশ দেওয়া হয়।

এনজিও’র চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন ব্যবসার জন্য জাহাঙ্গীর আলম ও স্থানীয় ভূমি মালিকদের কাছ থেকে ১৮ লাখ ঘনফুট মাটি-বালু কিনে তা অপসারণ করতে থাকেন। ইতিমধ্যে প্রায় ১০ লাখ ঘনফুট মাটি-বালু অপসারণ করা হয়েছে। এ অবস্থায় শরিফুল ইসলাম খোকনের কাছ থেকে বেলকুচি গ্রামের রমজান আলীর ছেলে বিএনপি’র  সাবেক নেতা রফিকুল ইসলাম শাহীন ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

আরও পড়ুন

চাঁদা দিতে অস্বীকার করায় রফিকুল ইসলাম শাহীন ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে ১৬ মার্চ বিকেল ৩টায় রফিকুল ইসলাম শাহীন ও তার লোকজন শাকদহ গ্রামে ওই মাটি-বালু পয়েন্টে যান। সেখানে শরিফুল ইসলাম খোকনের মাটি-বালু পয়েন্টের ম্যানেজার কোয়েল সরকারের কাছ থেকে টাকা ছিনিয়ে নেন।

এ ঘটনায় ২১ মার্চ শরিফুল ইসলাম খোকন বাদি হয়ে বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীনসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। শরিফুল ইসলাম খোকন উপজেলার বেলকুচি গ্রামের আব্দুস ছালামের ছেলে। 
এদিকে থানায় মামলা দায়ের করায় আসামিরা ক্ষুব্ধ হয়ে শরিফুল ইসলাম খোকনের শাকদহ পয়েন্ট থেকে মাটি-বালু অপসারণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবারের ইচ্ছায় ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাল ইরান

সিরাজগঞ্জের কাজিপুরে চরের প্রতিষ্ঠানগুলোতে যে কারণে এসএসসির ফল বিপর্যয়

নরওয়ের কাছে ২.৬ বিলিয়ন ডলারের হেলিকপ্টার বিক্রি করছে যুক্তরাষ্ট্র

এখন আর ২১–২২ বছরের মতো উচ্ছ্বাস দেখানো চলে না:বুমরাহ

নওগাঁর আত্রাইয়ে আকস্মিকভাবে কাঁচা মরিচের দাম বৃদ্ধি

দেশ এখনও পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত নয়: প্রাণিসম্পদ উপদেষ্টা