ভিডিও শুক্রবার, ১৬ মে ২০২৫

পাবনার সুজানগর বৌ-বাজারে জমজমাট ঈদের কেনাকাটা

পাবনার সুজানগর বৌ-বাজারে জমজমাট ঈদের কেনাকাটা

সুজানগর (পাবনা) প্রতিনিধি : ঈদের এখনও ৮/৯দিন দেরি থাকলেও পাবনার সুজানগর বৌ-বাজারসহ বিভিন্ন বাজারে চলছে জমজমাট ঈদের কেনাকাটা। পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সেলিম রেজা জানান, বৌ-বাজার সুজানগর পৌর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখে ছোট্ট একটি গার্মেন্টস পণ্যের বাজার। আর ওই বাজারের বেশিরভাগ ক্রেতা হলেন মহিলা।

সে কারণে পৌরবাসী কৌতুহল করে ওই বাজারের নাম দিয়েছেন বৌ-বাজার। বাজারটিতে বছরের অধিকাংশ সময় প্রচুর পরিমাণে বেচাকেনা হয়। তবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফুটপাতের ওই বাজারটিতে ক্রেতার উপচেপড়া ভিড়।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বাজারটিতে জমজমাটভাবে কেনাকাটা চলছে। বিশেষ করে বৌ-বাজারে প্রচুর পরিমাণে শিশু-কিশোরদের পোশাক পাওয়া যাওয়ায় মহিলা ক্রেতারা তাদের শিশু-কিশোর ছেলে-মেয়েদের সাথে নিয়ে বাজারটিতে জমজমাটভাবে ঈদের কেনাকাটা করছেন। তবে বাজারটিতে এ বছর জামা-কাপড়ের দাম বেশ চড়া বলে ভুক্তভোগী ক্রেতাদের অভিযোগ।

আরও পড়ুন

উপজেলার ভবানীপুর গ্রামের মমতা খাতুন বলেন, অন্যান্য মার্কেটে শিশু-কিশোরদের যে সকল শার্ট ও ফ্রগ ৫/৬শ’ টাকায় পাওয়া যায়, বৌ- বাজারে ঠিক একই মানের শার্ট ও ফ্রগ ৭/৮শ’ টাকা দামে কিনতে হয়। এ ব্যাপারে দোকানিরা বলেন, অন্যান্য দ্রব্য মূল্যের মতো পোশাকের দামও আগের চেয়ে অনেক বেড়ে গেছে। সেকারণে বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় নাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু

স্ত্রীসহ সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মিমের অন্যরকম সময়

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-বিক্রি নিষিদ্ধ

বগুড়া ডায়াবেটিক হাসপাতালে আ’লীগ নেতার রুমে তালা