ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

কুমিল্লা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় ৪ সংবাদকর্মী আহত

কুমিল্লা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় ৪ সংবাদকর্মী আহত

নিউজ ডেস্ক:    কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একদল ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে সংবাদকর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এতে স্থানীয় ৪ জন সংবাদকর্মী মারধর ও হেনস্তার শিকার হয়েছেন। 

শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার হওয়া এই ৪ জন হলেন, যমুনা টিভির কুমিল্লা প্রতিনিধি রফিকুর ইসলাম খোকন চৌধুরী, ক্যামেরা পার্সন সাকিব, চ্যানেল ২৪ এর প্রতিনিধি জাহিদ রহমান এবং ক্যামেরা পার্সন ইরফান। এরা শারীরিকভাবে আক্রমণের শিকার হয়েছেন এবং তাদের ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

যমুনা টিভির কুমিল্লা প্রতিনিধি খোকন চৌধুরী বলেন, “ভুল চিকিৎসায় একজন নিহত হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছালে আমাদের ওপর হামলা চালানো হয়। এর আগেও বেশ কয়েকবার আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছি।”

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি মাইনুল ইসলাম বলেন, “সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আমরা ঘটনাস্থলে গিয়েছি। অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন

কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মীর শাহ আলম বলেন, “এটি খুবই নিন্দনীয় একটি ঘটনা। সাংবাদিকদের উপর হামলার ঘটনা অবিলম্বে বিচারের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনে যেতে হবে।”

কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক বলেন, “এ ধরনের হামলা সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকি। আমরা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।” 

এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদুর পারভেজের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কিছু বলতে রাজি হননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরিয়ডের সময়ে শরীরে হরমোনের পরিবর্তনের কারণে হয় মুড সুইং !

আবারও নিষিদ্ধ হওয়ার মুখে ভারতের ফুটবল

ফের ‘বাহুবলী’ হয়ে পর্দায় আসছেন প্রভাস

টাঙ্গাইলে যুবদল নেতাকে থাপ্পড়ের ঘটনায় এসআই ক্লােজড

উখিয়ায় চলছে দিনদুপুরে পাহাড় কাটার মহোৎসব

মহেশপুর সীমান্তে ৫ লাখ ভারতীয় জাল রুপিসহ বাংলাদেশি আটক