ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

আবেগঘন বার্তায় ফাহমিদুল, একদিন লাল সবুজ জার্সিতে মাঠে নামবো’

আবেগঘন বার্তায় ফাহমিদুল, একদিন লাল সবুজ জার্সিতে মাঠে নামবো’

স্পোর্টস ডেস্ক:  বয়স কম হওয়ার অজুহাতে ইতালিপ্রবাসী তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলামকে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষের ম্যাচ থেকে বাদ দেন বাংলাদেশ জাতীয় দলে কোচ হাভিয়ের কাবরেরা। প্রাথমিক দলে জায়গা পেয়েছিলেন ইতালিপ্রবাসী তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলাম। সৌদি আরবের অনুশীলন ক্যাম্পেও ছিলেন তিনি। তবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা না পেয়ে ফিরে যেতে হয় তাকে ইতালিতে। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করলেন এই ফরোয়ার্ড।  

ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া ক্যালসিও এফসিতে খেলা এই ১৮ বছর বয়সী তরুণ লেখেন,  ‘আমি ফাহমিদুল ইসলাম, বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা, সমর্থন ও উৎসাহের জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। আমার প্রতি আপনাদের অটল বিশ্বাস আমার যাত্রাপথে বড় ছাপ ফেলেছে এবং যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের সবাইকে মনের গভীর থেকে ধন্যবাদ জানাই।’

বাংলাদেশ জাতীয় দলে খেলার স্বপ্ন স্পষ্টভাবে তুলে ধরেছেন ফাহমিদুল,  ‘বাংলাদেশ ফুটবল দলে খেলার জন্য প্রস্তুত হচ্ছিলাম আমি। কিন্তু দুর্ভাগ্যবশত এবার সবকিছু পরিকল্পনা মতো এগোয়নি। তবে আমি বিশ্বাস করি, যা হয় সেটা কোনো না কোনো কারণেই হয় এবং আমার পথচলা কোনভাবেই শেষ হয়ে যায়নি। সৃষ্টিকর্তা যদি চান, একদিন আমি লাল-সবুজের জার্সি পরে মাঠে নামব, দেশ ও সমর্থকদের জন্য আমার সবকিছু উজাড় করে দেব। ততদিন পর্যন্ত, সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা চালিয়ে যাব।’

আরও পড়ুন

এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার দলটি পৌঁছেছে ভারতের শিলংয়ে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনুমতি ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

এবার সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা 

সুগার ড্যাডি থাকলে মিডিয়াতে কম কাজ করেও টাকা কামানো যায় 

রাজা চার্লসের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের হাইকমিশনার

পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী 

১৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা