ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

পাবনার ভাঙ্গুড়ায় চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি শিক্ষক গ্রেফতার

পাবনার ভাঙ্গুড়ায় চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি শিক্ষক গ্রেফতার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি স্কুল শিক্ষক আবুল হোসেন (৬৫) মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের বোয়ালমারী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

তিনি ওই গ্রামের আজগর আলীর ছেলে এবং রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আবুল হোসেনের বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের (এনআই অ্যাক্ট) ১৩৮ ধারায় পাবনা আদালতে একটি মামলা বিচারাধীন ছিল।

আদালত মামলার বিচার প্রক্রিয়া শেষে তাকে এক বছরের কারাদন্ড এবং ৩০ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন। তিনি দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে গত বৃহস্পতিবার ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকা আবুল হোসেনের অবস্থান সম্পর্কে গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। গত বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা কারাগারে আসামিকে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সভাপতি মির্জা তারেক সাধারণ সম্পাদক মাসুদ আলম

আরেকটি রেকর্ডে রোনালদোকে ছাড়িয়ে গেল মেসি

রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর ভিডিও ভুয়া : ডিএমপি

শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডন ছবির নির্মাতাচন্দ্র বারোট

কানাডায় স্থায়ী বসবাসের ইঙ্গিত মেহজাবীনের 

বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচ