ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

রাসূল (সাঃ) এর কুটুক্তিকারী রাখাল রাহার শাস্তির দাবিতে পাঁচবিবিতে বিক্ষোভ

রাসূল (সাঃ) এর কুটুক্তিকারী রাখাল রাহার শাস্তির দাবিতে পাঁচবিবিতে বিক্ষোভ। ছবি : দৈনিক করতোয়া

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : সকল সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ ও বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কুটুক্তিকারী রাখাল রাহা-র বিরুদ্ধে ব্লাসফেমি আইন প্রণয়ের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ও বিচারের দাবিতে জয়পুরহাটের পাঁচবিবিতে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পাঁচবিবি উপজেলা তাওহীদি ছাত্র জনতার ব্যানারে আজ শুক্রবার (৭ মার্চ) জুম্মার নামাজ শেষে বায়তুন নূর জামে মসজিদ চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা জামিল হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার যুগ্ম আহবায়ক আল-আমিন ফকির।

এসময় তারা বলেন, আল্লাহ ও নবী রাসুলকে যারা কটুক্তি করবে তাদের ঠাঁই এ জমিনে হবেনা। আমরা গোটা মুসলিম সম্প্রদায় তা শক্ত হাতে দমন করবো ইনশাল্লাহ। সম্প্রতি আল্লাহ ও রাসুলকে নিয়ে কটুক্তি মুলক মন্তব্য করেছে রাখাল রাহা। আমরা তাকে গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। বক্তারা আরও বলেন, ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তিকারীদের কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখানোর সাহস না পায়। ইসলাম ও নবী করিম (সাঃ)-এর অবমাননা কখনোই বরদাশত করা হবে না।

আরও পড়ুন

সমাবেশে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসলমানরা ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে অবিলম্বে অন্তবর্তীকালীন সরকারকে এ বিষয়ে আইন পাস করার আহ্বান জানান এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া

আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

শ্রমিকদলের আয়োজিত সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশগ্রহণ