ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভেঙে গুড়িয়ে দেয়া হলো ৫ টি অবৈধ ইটভাটা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভেঙে গুড়িয়ে দেয়া হলো ৫ টি অবৈধ ইটভাটা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে আইন লঙ্ঘন করে অবৈধ ইটভাটা পরিচালনার কারণে এক্সেভেটর দিয়ে সম্পূর্ণ ভেঙে ফেলার কার্যক্রম শুরু করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর।

আজ শুক্রবার (৭ মার্চ) ফুলবাড়ী উপজেলায় যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে  ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে এ অভিযান করেন তাঁরা। উপজেলার কাশিপুর ইউনিয়নের এম.এস.এইচ ব্রিকস, ডাব্লি¬উ.এ.এইচ ব্রিকস ও কে.বি ব্রিকস ও বড়ভিটা ইউনিয়নে অবস্থিত এম.এ.বি ব্রিকস এবং শিমুলবাড়ী ইউনিয়নে অবস্থিত জে.এম.এস ব্রিকস গুলোতে ভ্রাম্যমান অভিযান করা হয়।

জানা যায়, উল্লিখিত পাঁচটি ইটভাটা পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। নির্দিষ্ট কিছু নিয়মনীতি মেনে বাংলাদেশে ইটভাটা পরিচালনা করার বিধান থাকলেও এসকল ভাটা মালিক নিয়মনীতির তোয়াক্কা না করে সম্পূর্ণ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছে। ফলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন

অভিযান পরিচালনার সময় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ, কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে কুড়িগ্রাম  জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।

কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, এর আগে ভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় ও কার্যক্রম বন্ধ করা হয়েছিল। কিন্তু তারপরও তারা চুপিচুপি কার্যক্রম চালিয়ে আসছিল। আজ শুক্রবার (৭ মার্চ) জেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে এবং এ অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-১৩ এবং র‌্যাব-১’র যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র: তথ্য উপদেষ্টা

পাবনার সুজানগরে ইতিহাস খ্যাত এক জমিদার আজিম চৌধুরী

সিরাজগঞ্জের চৌহালীতে ৪ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে : নৌ পরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত

একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয় : ইকবাল হাসান মাহমুদ টুকু