নীলফামারীর কিশোরগঞ্জে মাদকসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে তিন বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। আজ বুধবার (৫ মার্চ) দুপুরে গ্রেফতারকৃতদের নীলফামারীর জেলা আদালতে প্রেরণ করেছে পুলিশ।
মাদকসহ দুইজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, অফিসার ইনচার্জ মো: আশরাফুল ইসলাম। এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নান্নুর বাজারে একটি মুদি দোকানে যৌথবাহিনী অভিযান চালায়।
আরও পড়ুনওই দোকান হতে তিন বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করা হয় দুইজনকে। গ্রেফতারকৃতরা হল উপজেলার বাহাগিলী ইউপির উত্তর দুরাকুটি চেয়ারম্যানপাড়া গ্রামের আ: মান্নানের পুত্র মোস্তাফিজার রহমান (২৫) ও উত্তর দুরাকুটি ফকিরপাড়া গ্রামের মহসিন আলীর পুত্র তানজিনুর রহমান (৩২)। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন