আড়াইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ
_original_1741181396.jpg)
রমজান মাসে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মাদ রুবায়েত খানের সই করা চিঠিতে বলা হয়, রমজান মাসে বেলা আড়াইটা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আরও পড়ুনব্যবসার জন্য রাজস্ব না দিলে আইনি ব্যবস্থা নেবে উত্তর সিটি গত রমজানে স্টেশনগুলো বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত মোট ছয় ঘণ্টা বন্ধ রাখা হয়েছিলো।
মন্তব্য করুন