ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রংপুরের বাজারে লেবু, শসা ও খিরার দাম বেড়েছে

রংপুরের বাজারে লেবু, শসা ও খিরার দাম বেড়েছে

রংপুর জেলা প্রতিনিধি : সারাদিন সিয়াম সাধনার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবতে তৃষ্ণা মেটায় ধর্মপ্রাণ মানুষজন। একই সাথে পরবর্তী অন্যান্য খাবারের সাথে পানি সমৃদ্ধ সবজি শসার জুড়ি নেই। তাই সারাবছর যেমনই চাহিদা থাকুক না কেন রমজান মাসজুড়ে লেবু, শসা ও খিরার চাহিদা ভোক্তা পর্যায়ে বাড়ে কয়েকগুণ।

এই সুযোগ কাজে লাগিয়ে ব্যবসায়ীরা এই তিনটি পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন। রোজার ঠিক আগ মুহূর্তেই লেবু, শসা ও খিরার দাম বেড়েছে ৫০-৬০ টাকা পর্যন্ত। তবে বাজারগুলোতে এসব পণ্যের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন ক্রেতারা।

নগরীর কামাল কাছনা ও সিটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে শোভা পাচ্ছে বিভিন্ন জাত ও আকারের লেবু, শসা ও খিরা। এর মধ্যে কলম্বিয়া জাতের লেবু ছোট-মাঝারি-বড়, কাগজি লেবু ছোট, এলাচি লেবু মাঝারি ও বড় এবং দেশীয় বিভিন্ন জাতের ছোট ও মাঝারি লেবু দেখা গেছে। আর শসা ও খিরার ক্ষেত্রে দেশি ও হাইব্রিড দুই ধরনের জাতই দেখা গেছে।

আরও পড়ুন

বিক্রেতারা জানান, লেবুর হালি (৪টি) সর্বনিম্ন দাম শুরু হচ্ছে ৫০-৬০ টাকায় (ছোট আকৃতির লেবু)। এরপর মাঝারি ধরনের লেবু হালি প্রতি দাম চাওয়া হচ্ছে ৭০-৮০ টাকা। আর বড় আকৃতির লম্বা লেবুর হালির ৯০-১১০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। দেশি শসা আকৃতি ও মানভেদে ৭০-৮০ টাকা, হাইব্রিড শসা ৬০-৮০ টাকা এবং ক্ষিরা ৬০-৭০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।

ক্রেতা মাহমুদুল হাসান বলেন, এক হালি লেবু কিনতে ৬০ টাকা লাগলো। হঠাৎ করেই ৩০ টাকার লেবু ৬০ টাকা হয়ে গেলো। আর শসার দামও আগের চেয়ে বেড়েছে। এসব বিষয়ে সরকারকে নজর দেওয়া উচিত। বাজার সিন্ডিকেট ভেঙে একটি সুন্দর ব্যবস্থাপনা তৈরি হবে এটি এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল। সরকারের উচিত বাজার মনিটরিং আরও জোরদার করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরদের বিদায় সংবর্ধনা

সাইফুল আলম ও পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে‘২৭০ কোটি টাকার আত্মসাৎমামলা দুদকের

গাজীপুরে তুরাগের শাখা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

কক্সবাজারে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে হতাহত ৮

জবি মার্কেটিং বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী আয়োজন