ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

বগুড়ায় গভীর রাতে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

বগুড়ায় গভীর রাতে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের সাবগ্রাম দক্ষিণপাড়া গভীর রাতে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-আনোয়ারা বেগম (৫৮) ও তার মেয়ে ছকিনা বেগম (৩৫)। নিহত ছকিনার দ্বিতীয় স্বামী রুবেল মিয়া তাদের হত্যা করেছেন বলে দাবি নিহতদের স্বজনদের।

নিহতের স্বজনরা জানান, প্রথম স্বামীর সঙ্গে তালাক হওয়ার পর ছয় বছর আগে হাসনাপাড়া গ্রামের রুবেল মিয়ার সঙ্গে ছকিনার বিয়ে হয়। এরপর ছকিনা তার প্রথম পক্ষের সন্তান সাব্বিরকে নিয়ে বগুড়া শহরের আকাশতারা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। রুবেল মাদকাসক্ত এবং চুরির সঙ্গে জড়িত থাকায় ছকিনা তাকেও তালাক দেন। এরপর ছকিনা তার মা আনোয়ারা বেগমকে গ্রাম থেকে নিয়ে এসে আলাদা বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এক বছর আগে রুবেলের অনুরোধে ছকিনা আবারও তার সংসারে ফিরে যান। কিন্তু রুবেল তার স্বভাব পরিবর্তন না করায় ছয় মাস আগে আবারও দুজনের বিচ্ছেদ হয়। তারা জানায়, মা-মেয়ে সাবগ্রাম দক্ষিণপাড়ায় ২ শতক জায়গা কিনে সেখানে টিনের ঘর তৈরি করে বসবাস করছিলেন। এক মাস আগে ছকিনা তার প্রথম স্বামী বাদশা মিয়াকে বিয়ে করেন। বাদশা মিয়া তার গ্রামের বাড়ি সারিয়াকান্দি উপজেলার হাসনাপাড়া গ্রামে বসবাস করেন। রুবেল এ খবর জানতে পেরে ছকিনার ওপর ক্ষুব্ধ হন।

ছকিনার ছেলে সাব্বির আহম্মেদ বলেন, গতকাল শুক্রবার রাত ১টার দিকে রুবেল বাড়িতে এসে তার মাকে ঘুম থেকে ডেকে তোলেন। তাকে ছেড়ে দিয়ে প্রথম স্বামীকে বিয়ে করায় তাদের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে সঙ্গে নিয়ে আসা রামদা দিয়ে কোপানো শুরু করেন। এসময় তার নানি আনোয়ারা বেগম এগিয়ে গেলে তাকেও কোপায় রুবেন। দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তার মারা যান। আজ শনিবার বেলা ১১টার দিকে তার নানিরও মৃত্যু হয়।

আরও পড়ুন

নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় বাড়ির পাশের বাঁশঝাড় থেকে রক্তমাখা রামদা উদ্ধার করা হয়েছে। রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মা-মেয়ের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

রাকসু কোষাধ্যক্ষ ভবনে তালা, বন্ধ মনোনয়নপত্র বিতরণ

বাসর রাতে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে স্বামীসহ আটক ৭

নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩

নুরের অবস্থা আগের তুলনায় ভালো : ঢামেক পরিচালক

কুড়িগ্রামে ভেজাল সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীর দুই লাখ টাকা জরিমানা