ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

পরের জন্মে গোবিন্দাকে স্বামী হিসেবে পেতে চান না সুনীতা

পরের জন্মে গোবিন্দাকে স্বামী হিসেবে পেতে চান না সুনীতা, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা গোবিন্দ এবং সুনীতা আহুজার দাম্পত্য নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে নানা জল্পনা চলছে। সুনীতার সাম্প্রতিক বক্তব্যে তাদের সম্পর্কের গভীরতা এবং ব্যক্তিগত জীবন সম্পর্কের বেশ কিছু নতুন তথ্য সামনে এসেছে। যদিও তারা বর্তমানে আলাদা বাড়িতে থাকেন। এ কথা জানার পর স্বাভাবিকভাবেই অনেকে প্রশ্ন করেছিলেন, তবে কি তাদের মধ্য়ে সবকিছু ঠিকঠাক নেই। সুনীতা নিজেই নিশ্চিত করেছিলেন, তাদের মধ্যে কোনও সমস্যা নেই। আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন দুজন। পুরো বিষয়টিই আলাদা রুটিন এবং ব্যক্তিগত পছন্দের কারণে।

সেই সাক্ষাৎকারে গোবিন্দার আনরোম্যান্টিক স্বভাব এবং তার প্রতি সময়ের অভাব নিয়ে সুনীতার কিছুটা অভিমান নজরে এসেছিল। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে সময় কাটানোর সুযোগ তিনি খুব কমই পেয়েছেন। এমনকি তিনি মজা করে বলেছেন, পরের জন্মে যেন গোবিন্দা তার স্বামী না হন। সুনীতা বলেলেন, ‘আগে আমাদের দাম্পত্য সুরক্ষিত বোধ করতাম। কিন্তু এখন আর করি না। এখন ওর ৬০ এর বেশি বয়স। তাই ভয় হয়, কিছু করে না বসে!’ শুধু তাই নয়, দিন কয়েক আগে অভিনেতার স্ত্রী নিজেই জানিয়েছিলেন, বেশ কয়েক বছর ধরেই জন্মদিনটা একাই কাটান। নিজেই কেক কাটেন তার পর মদ নিয়ে বসেন। 

সুনীতার কথায়, ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় তিনি গোবিন্দার প্রতি পুরোপুরি আস্থা রেখেছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন এসেছে বলে ইঙ্গিত করেছেন। 

আরও পড়ুন

তাদের সন্তানদের ভবিষ্যৎ প্রসঙ্গে সুনীতা জানিয়েছেন, মেয়ে টিনা বলিউডে নিজের ছাপ রাখতে পারেননি, তবে ছেলে যশবর্ধনকে নিয়ে তার অনেক স্বপ্ন। যশ কিছুদিনের মধ্যেই বলিউডে অভিষেক করবেন বলে আশা করছেন তিনি। 

এই তারকা জুটির ৩৭ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনে ভালো খারাপ দুই অধ্যায়ই বর্তমান। যদিও সুনীতা ও গোবিন্দার সম্পর্কে বিচ্ছেদের গুঞ্জন বর্তমান। তবে তা নিয়ে জুটির কেউই স্পষ্ট মন্তব্য করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না : অর্থ উপদেষ্টা

ইউক্রেনের পুরো লুহানস্ক দখলের দাবি রাশিয়ার

‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিলেন ধোনি!

‘জুলাই শহিদ স্মৃতি বৃত্তি’ চালু করল জাতীয় বিশ্ববিদ্যালয়

শেফালির মৃত্যু : বোটক্সের বিরুদ্ধে কারিনা

শতবর্ষী কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন! উৎসুক মানুষের ভিড়