ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

পাবনার সুজানগর পৌর শহরের প্রধান সড়ক কসাইখানায় পরিণত

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগর পৌর শহরের প্রধান সড়ক কসাইখানায় পরিণত হয়েছে। এতে এলাকার পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি বাজারে আগত লোকজন এবং পথচারীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভুক্তভোগী মহল জানান, সুজানগর পৌর বাজারের প্রধান সড়ক একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন সড়কটি দিয়ে হাজার হাজার লোকজন পৌর বাজারের পাশাপাশি উপজেলা পরিষদে আসেন। সেই সঙ্গে এলাকার শিক্ষার্থীরা ওই সড়ক দিয়ে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে যায়।

অথচ কতিপয় কসাই সুজানগর পৌর বাজারের ওই প্রধান সড়কের দুই পাশে যত্রতত্র কসাইখানা প্রতিষ্ঠা করে গরু এবং মহিষের মাংস বিক্রি করছে। পৌর বাজারে আগত ক্রেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার বলেন, বাজারের অভ্যন্তরে স্বাস্থ্যসম্মত কসাইখানা রয়েছে কিন্তু অজ্ঞাত কারণে কসাইরা সেখানে মাংস বিক্রি করেনা।

আরও পড়ুন

তারা অবৈধভাবে পৌর শহরের জনগুরুত্বপূর্ণ প্রধান সড়কের দুই পাশের বিভিন্ন জায়গা মাংস বিক্রি করে থাকে। তাছাড়া স্থানীয় প্রাণিসম্পদ বিভাগ কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ওই সকল গরু, মহিষ এবং ছাগল জবাই করার নিয়ম থাকলেও কসাইরা তার কোন তোয়াক্কা করছেনা।

পৌর বাজারের স্থায়ী ব্যবসায়ী এবং বিভিন্ন এলাকা থেকে পৌর বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা বলেন, প্রধান সড়কের দু’পাশ দখল করে মাংস বিক্রি করায় একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি করা মাংস খেয়ে ভোক্তারা পেটের পীড়াসহ নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আবু রেজা তালুকদারের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি বলে জানা গেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহসাই ফিরছেন না মৌসুমী

শাপলা ও জুলাই গণহত্যার বিচার ও আ’লীগ নিষিদ্ধের দাবিতে বগুড়ায় মানববন্ধন-বিক্ষোভ

গোপালগঞ্জে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীরা 

ফয়জুল করীমকে বরিশালের মেয়র ঘোষণার আবেদন খারিজ

রাজশাহীতে বগি লাইনচ্যুত আড়াই ঘন্টা পর ছাড়লো ‘বনলতা’ এক্সপ্রেস

বগুড়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন