ভিডিও বুধবার, ১৪ মে ২০২৫

৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার যুবকের নাম জীবন।

মুন্সিগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম জীবন। তিনি সদরের নয়াগাঁও মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) সজিব দে এসব বিষয় নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫ দিন আগে ওই শিশুটি শহরের অদূরে তাঁর নানার বাড়িতে বেড়াতে আসে। সোমবার সন্ধ্যায় সে একা তাঁর নানার বাড়ির পাশে খেলা করছিল। সে সময় নানা বাড়ির পাশের একটি ফাঁকা ও নির্জন রাস্তায় তাকে নিয়ে যায়  জীবন। সেখানেই ধর্ষণ করা হয় তাকে। পরে শিশুটি এ বিষয়ে তার নানীকে জানায়। তার নানী ও স্বজনেরা  তাকে সোমবার রাতে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

আরও পড়ুন

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আতাউল করিম জানান, শিশুটিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

ওসি সজিব দে বলেন, ‘হাসপাতালের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে অভিযান চালাই। এ ঘটনা উল্লেখ করে শিশুটির বাবা মুন্সিগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। পরে রাতেই অভিযুক্ত যুবক জীবনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন ড. ইউনূস

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের

দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত

মাস্টার্সে সিজিপিএ ৩.৯৮ পেয়ে প্রথম হলেন জবি শিবির নেতা

তিন দফা দাবিতে বুধবার ‘লং মার্চ টু যমুনা’ ঘোষণা জবি শিক্ষার্থীদের

জয়পুরহাটে জামিন নিতে এসে কারাগারে গেলেন দুই আওয়ামী লীগ নেতা