ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

ফ্যাসিবাদী শাসনের সময় সব প্রতিষ্ঠানকে দুর্নীতির মাধ্যমে নষ্ট করা হয়েছে : উপদেষ্টা আসিফ

ফ্যাসিবাদী শাসনের সময় সব প্রতিষ্ঠানকে দুর্নীতির মাধ্যমে নষ্ট করা হয়েছে : উপদেষ্টা আসিফ, ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে মার্জিত বক্তব্য দেওয়ার আহ্বানও জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গত ১৬ বছর ফ্যাসিবাদী শাসনের সময় সব প্রতিষ্ঠানকে দুর্নীতির মাধ্যমে নষ্ট করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে সংস্কার কমিশন গঠন করেছে। সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আওয়ামী লীগের দোসর জনপ্রতিনিধিরা পালিয়েছে। এমন যেসব প্রতিষ্ঠানের প্রধানরা পালিয়ে গেছে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে প্রশাসকরা জনপ্রতিনিধি না হওয়ায় তাদের কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে। তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। অন্ততপক্ষে সিটি করপোরেশন এবং পৌরসভাগুলোতে নির্বাচন হওয়া জরুরি। যাতে শহরের মানুষ স্বস্তি পেতে পারে।’ এ সময় প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংস্কার জরুরি বলেও জানান তিনি।
আসিফ বলেন, ‘অনেক রাজনৈতিক নেতা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিব্রতকর বক্তব্য দিচ্ছেন, মানুষ আপনাদের মার্জিত বক্তব্য আশা করে।’ এসময় তিনি জনগণের শঙ্কা দূর করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ব্যান, আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল যমুনা

যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে চুপ ভারত

চার ঘণ্টায়ও প্রধান উপদেষ্টার সাড়া পাননি আন্দোলনকারীরা

খেলার জার্সি পরে যমুনার সামনে রমনার ডিসি

পঞ্চগড়ে ছিলাম, যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি: সারজিস

নতুন পোপ হলেন রবার্ট প্রেভোস্ট