ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

ট্রাম্পের সহযোগিতায় ইসরায়েল গাজা দখলের জন্য প্রস্তুত : ইসরায়েলি অর্থমন্ত্রী

ট্রাম্পের সহযোগিতায় ইসরায়েল গাজা দখলের জন্য প্রস্তুত : ইসরায়েলি অর্থমন্ত্রী, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেছেন, নতুন সেনাপ্রধান আয়াল জামিরের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমর্থনে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকা দখল করার জন্য প্রস্তুত। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, গতকাল সোমবার ইসরায়েলের কনেসেটের এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। স্মোটরিচ বলেন, লেবাননের হিজবুল্লাহ গ্রুপ এখন কয়েক দশকের মধ্যে তার সর্বনিম্ন অবস্থায় রয়েছে। এটি লেবানন সরকার থেকে বিচ্ছিন্ন হয়েছে, সিরিয়ায় স্থলসড়ক সরবরাহ পথ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এবং তাদের নেতৃত্ব ক্ষতিগ্রস্ত করা হয়েছে। গাজার পশ্চিম তীর এবং উত্তর গাজার জাবালিয়ার মতো পরিস্থিতিতে রূপান্তরিত করার হুমকি দিয়ে স্মোটরিচ বলেন, যেখানে ইসরায়েলি বাহিনী জাতিগত নির্মূল অভিযান চালিয়েছে। তিনি গর্ব করে বলেন, পশ্চিম তীরের শরণার্থী শিবির থেকে হাজার হাজার ফিলিস্তিনি বাসিন্দাকে জোরপূর্বক অপসারণ করা হয়েছে এবং সেই স্থানগুলো ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা যখন যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেব, তখন তাদের অভ্যন্তরে একত্রিত শক্তি এবং নিষ্ঠুর আঘাত তাদের আরও ক্ষতিগ্রস্ত করবে। স্মোটরিচ হামাসকে কড়া প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের এক বিন্দুও নিঃশেষ থাকবে না। তার দেশের সামরিক বাহিনী পশ্চিম তীরে হামাস সন্ত্রাসীদের বিরুদ্ধে ট্যাংক এবং সাঁজোয়া যান ব্যবহার করছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি পৌঁছেছেন সাড়ে ২৮ হাজার হজযাত্রী

ব্রাজিলের দায়িত্ব নিতে রিয়ালের সঙ্গে সমঝোতা আনচেলত্তির

ড. ইউনূসের সভাপতিত্বে চলছে উপদেষ্টা পরিষদের সভা

টানা বাড়বে তাপমাত্রা

শিশুকে ধর্ষণের ঘটনায় যুবকের চুল কেটে গাছের সঙ্গে বেঁধে রাখলেন গ্রামবাসী

মৌলিক সংস্কারের রূপরেখা দিলো এনসিপি