কুড়িগ্রামের উলিপুরে দুই মাদক ব্যবসায়ী আটক

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২ টায় পৌরসভার রামদাস ধনিরাম হাজিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন ওই এলাকার মৃত আব্দুল করিম এর ছেলে নুরুজ্জামান (৬২) ও মৃত খমির উদ্দিন ব্যাপারীর ছেলে হাবিবুর রহমান (৫০)।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন