ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

পুকুরের পেটে গ্রামীণ রাস্তা

পুকুরের পেটে গ্রামীণ রাস্তা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : হেরিংবন্ড গ্রামীণ রাস্তা। এক যুগ আগে নির্মিত। এ রাস্তার পাশে বিশালাকৃতির একটি পুকুর। এ পুকুরগর্ভে বিলীন হচ্ছে রাস্তাটি। এর ফলে ভোগান্তির শিকার হচ্ছেন শতাধিক পরিবারের মানুষ। চলাচলে দুর্ভোগের অন্ত নেই তাদের।

সম্প্রতি গাইবান্ধা-সাদুল্লাপুর ডিসি রাস্তার সংযোগ জামালপুর ইউনিয়নের নলডাঙ্গা মোড় থেকে দক্ষিণ পাশে তরফ বাজিত পূর্বপাড়া জামে মসজিদের দিকে বয়ে যাওয়া এই রাস্তায় দেখা গেছে ভয়াবহ দৃশ্য। এসময় হালকা যানবাহন চলাচল করছে ঝুঁকিতে।

এলাকাবাসী বলছেন, তরফ বাজিত পূর্বপাড়ার রেজা চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন গ্রামীণ এই রাস্তাটির পাশেই বড় ধরণের একটি পুকুর রয়েছে। আর এই পুকুরে রাস্তাটি ভেঙে যাচ্ছে। উঠে যাচ্ছে রাসÍার ইটগুলোও। ইতোমধ্যে ভাঙা স্থানে একটি পরিবারের পাকাঘরে ফাটলও দেখা দিয়েছে।

তবুও এই জরাজীর্ণ রাস্তা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে করে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিদ্যমান পরিস্থিতে মরণফাঁদে পরিণত হয়েছে এই রাস্তা। কয়েক বছর ধরে জনদুর্ভোগে পড়া রাস্তাটি অদ্যাবধিও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি বলে ভুক্তভোগীদের অভিযোগ।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, তরফ বাজিত ডিসি রাস্তার নলডাঙ্গা মোড় থেকে দক্ষিণে গণি মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় অর্ধকিলোমিটার রাস্তাটি হেরিংবন্ড প্রকল্পে কাজ করেছে। ইতোমধ্যে ইট উঠে নড়বড়ে হওয়াসহ পুকুরে ভেঙে গেছে রাস্তাটি।

যা চলাচলের অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। জরুরিভাবে পূর্ণনির্মাণ না করা হলে যেকোন মুহূর্তে ঘটতে পারে প্রাণহানির ঘটনা। এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ জানান, ওইস্থানে রাস্তা ভেঙে পুকুরে যাচ্ছে সেটি অবগত আছেন। সুযোগ পেলে প্রকল্পের মাধ্যমে কাজ করার চেষ্টা করবেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

ক্যাপিটাল সিরাজ ভবনের বেজমেন্টে ছিল সিলিন্ডার ও জেনারেটর-ফায়ার সার্ভিস

বগুড়ায় আ‘লীগ নেতা ডা মিল্লাতকে আটক করে ডিবিতে সোপর্দ করলেন এনসিপি নেতারা

বগুড়ার নন্দীগ্রামে চার কিলোমিটার কাঁচা রাস্তায় ভোগান্তি লাখো মানুষের

‘তুমি রবে নীরবে’ মিউজিক ভিডিওর দৃশ্যে সহশিল্পীর সঙ্গে মৌ

সাবলিা কী পারবনে