ভিডিও সোমবার, ২১ জুলাই ২০২৫

প্রতিপক্ষের জালে পিএসজি’র ৭ গোল

প্রতিপক্ষের জালে পিএসজি’র ৭ গোল, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :  প্লে-অফের আগের লেগে ফরাসী ক্লাব ব্রেস্তের মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফিরেছিল পিএসজি। কিন্তু ঘরের মাঠে ওই ক্লাবের জালে এভাবে গোলের বন্যা বইয়ে দেবে, তা হয়তো খোদ পিএসজিও ভাবেনি। কিন্তু বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো ওঠার প্লে-অফের ফিরতি পর্বে ব্রেস্তকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে পিএসজি। সে সঙ্গে দুই লেগ মিলে ১০-০ গোলের বড় ব্যবধানে ব্রেস্তকে বিদায় করে শেষ ষোলোয় জায়গা করে নিলো লুইস এনরিকের শিষ্যরা।

পিএসজির জন্য এটা একটা রেকর্ডের ম্যাচ। কারণ, ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় তারা এত বড় জয় পায়নি। অন্যদিকে ব্রেস্তের জন্য খুবই লজ্জাজনক অধ্যায় হয়ে থাকলো। এই প্রথম তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে; কিন্তু প্রথমবারই তারা লজ্জাজনক পরাজয়ে বিদায় নিলো।

আরও পড়ুন

পিএসজি’র হয়ে গোলদাতা সাতজন। কেউ একাধিক গোল করেনি। ২০ মিনিটে ব্র্যাডলি বারকোলা প্রথম গোলের সূচনা করেন। ৩৯তম মিনিটে দ্বিতীয় গোল করেন জর্জিয়ান ফুটবলার খাবিচা খাবারাতসখেলিয়া, ৫৯ মিনিটে তৃতীয় গোল করেন ভিতিনহা, ৬৪ মিনিটে চতুর্থ গোল আসে ডিজায়ার দুয়োর পা থেকে। ৬৯ মিনিটে ৫ম গোল করেন নুনো মেন্ডেজ, ৭৬ মিনিটে ৬ষ্ঠ গোল আসে গনকালো রামোস এবং ৮৬ মিনিটে সর্বশেষ ৭ গোল আসে সেনি মাইয়ুলুর পা থেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া নন্দীগ্রামে নিজ বাড়ি থেকে আ’লীগ নেতা গ্রেফতার

তিস্তা সেচ ক্যানেলে বাঁধ বিধ্বস্ত হয়ে ৯০ একর আমন ক্ষেত পানির নিচে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক এপিপি এড. মিজান গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের বাড়ছে নদীর পানি অতিবৃষ্টিতে আক্রান্ত ১৩শ বিঘা জমির ফসল

রংপুরে ২১টি যানবাহনের ৪৫ হাজার টাকা জরিমানা

বগুড়া ফুলবাড়ীর শাকিল হত্যা মামলার আসামি রাজু ঢাকায় গ্রেফতার